Sandeshkhali Chaos Live Updates: ফের উত্তপ্ত সন্দেশখালি, নতুন করে জ্বলল আগুন
Sandeshkhali Situation Live Updates: কী পরিস্থিতি সন্দেশখালিতে?
সন্দেশখালিতে মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ। অস্বীকার পুলিশের।
জমি দখল করে ভেড়ি বানানোর অভিযোগ শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে। পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বচসা গ্রামবাসীদের। বেড়মজুরে পুলিশ ক্যাম্প, জারি ১৪৪ ধারা।
সন্দেশখালিতে এবার জাতীয় মানবাধিকার কমিশনের টিম। থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক। একের পর এক গ্রামে গিয়ে শুনলেন বাসিন্দাদের অভিযোগ।
সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার ওপর আছড়ে পড়ল জনরোষ
সন্দেশখালিতে এখনও সামনে আসছে নতুন অভিযোগ। এই প্রেক্ষাপটে শুক্রবার সন্দেশখালিতে গিয়ে রাজ্য় পুলিশের ডিজি বললেন, ভুল ছিল মানছি তো। পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠার কথাও শোনা যায় তাঁর মুখে। যদিও, বিরোধীরা বলছে, সন্দেশখালিতে অশান্তি তো নতুন নয়। তাহলে এতদিনেও সেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা গেল না কেন?
শেখ শাহজাহান ও শেখ সিরাজউদ্দিনের বাহিনীর অত্য়াচারে সন্দেশখালির বেড়মজুর এলাকার বাসিন্দা একটি পরিবার ঘরছাড়া ছিল বলে অভিযোগ। ক্ষোভের আগুনে সন্দেশখালি ফুঁসে উঠতেই ৩ বছর পর বাড়ি ফিরলেন তারা। বাড়ি ফিরেই তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগে আটক হলেন অমিত আড়ি।
ভুল ছিল মানছি তো, সন্দেশখালিতে গিয়ে বললেন রাজীব
মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
গতকালের পর আজও অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর এলাকা। কাছারি এলাকায় জনরোষ, ভেড়ির আলাঘরে আগুন, ভাঙচুর। এলাকায় জারি ১৪৪ ধারা।
দিনভর দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর। বিক্ষোভ, আগুন, অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি ১৪৪ ধারা। সন্ধ্যায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ।
সন্দেশখালিতে অশান্তির জেরে ধরপাকড় পুলিশের। পরীক্ষার্থীদের আটকের অভিযোগে উত্তেজনা। পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের।
সন্দেশখালির বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসীদের। মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আহত মহিলাকে নিয়ে যাওয়া হল সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে। না শুনলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার হুমকি পুলিশের, অভিযোগ আহত ফুলমণির।
ধামাখালিতে বিজেপি মহিলা প্রতিনিধিদের আরও একটি দলকে আটকে দেয় পুলিশ। ১৪৪ ধারা দেখিয়ে বিজেপির মহিলা প্রতিনিধি দলকে বাধা। পুলিশের সঙ্গে বচসা। ধাক্কাধাক্কি।
লালবাজার থেকে বেরোলেন লকেট চট্টোপাধ্যায়। জনপ্রতিনিধিকে কেন বাধা ? প্রশ্ন হুগলির বিজেপি সাংসদের
ফের উত্তপ্ত সন্দেশখালি, নতুন করে আগুন জ্বলল
একদিনের মধ্যেই সন্দেশখালিতে ফিরলেন ডিজিপি রাজীব কুমার। বেড়মজুরে পুলিশের টহল। আইন হাতে তুলে নেবেন না বলে হুঁশিয়ারি
শেখ শাহজাহান ও তাঁর ভাই সিরাজকে গ্রেফতারির দাবিতে এবার আগুন জ্বলল সন্দেশখালির ঝুপখালিতে। রাস্তার মাঝখানে আগুন জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের। পুলিশকে ঘিরেও বিক্ষোভ।
সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতার উপরও চড়াও। মারা হয়েছে, অভিযোগ শাসক নেতার।
তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের পরেই সন্দেশখালির বেড়মজুরে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। সন্দেশখালিতে ভুল হয়েছিল, মেনে নেন রাজ্য পুলিশের ডিজি। আশ্বাস দেন আইনের শাসন প্রতিষ্ঠা করার।
সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর
দুপুরে সন্দেশখালির বেড়মজুরের বটতলায় নতুন করে বিক্ষোভ, অশান্তির জেরে পুলিশের ধরপাকড়
প্রেক্ষাপট
সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতির বাড়ি ভাঙচুর। তৃণমূল নেতার উপরও চড়াও। মারা হয়েছে, অভিযোগ শাসক নেতার।
একদিনের মধ্যেই সন্দেশখালিতে ফিরলেন ডিজিপি রাজীব কুমার। বেড়মজুরে পুলিশের টহল। আইন হাতে তুলে নেবেন না বলে হুঁশিয়ারি।
গতকালের পর আজও অগ্নিগর্ভ সন্দেশখালির বেড়মজুর এলাকা। কাছারি এলাকায় জনরোষ, ভেড়ির আলাঘরে আগুন, ভাঙচুর। এলাকায় জারি ১৪৪ ধারা।
সন্দেশখালির বেড়মজুরে পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।
সন্দেশখালিতে পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের টিম। থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক। ঘুরছে একের পর এক গ্রাম। বাসিন্দাদের সঙ্গে কথা।
সন্দেশখালিতে যাওয়ার আগেই ভোজেরহাটে আটকে দেওয়া হল লকেটদের। তুমুল তর্কাতর্কি পুলিশের সঙ্গে। পরে আটক করে হুগলির বিজেপি সাংসদকে আনা হল লালবাজারে।
শেখ শাহজাহানের বিরুদ্ধে ফের অ্যাকশনে ইডি। পুরনো প্রতারণা মামলায় এফআইআর সংগ্রহ করে সন্দেশখালির বাঘের বিরুদ্ধে নতুন ইসিআইআর দায়ের।
হাওড়া, বিরাটি, বিজয়গড়-সহ ৬টি জায়গায় সকাল থেকে অভিযানে ইডি। ৫০ দিন ধরে অধরা শেখ শাহজাহান। হাজিরার জন্য আগেই পাঠানো হয়েছে তৃতীয় নোটিস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -