কলকাতা: কাল রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) চেয়ারপার্সন রেখা শর্মা। সন্দেশখালির (Sandeshkhali Update) ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিনের সফরে বাংলায় আসছেন রেখা শর্মা।         


সন্দেশখালিতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সরব হয়েছেন ওই এলাকার মহিলাদের একাংশ। বুধবার রাতে রাজ্য় পুলিশের তরফে সোশাল মিডিয়ায় লেখা হয়, রাজ্য় মহিলা কমিশন, DIG CID-র নেতৃত্বাধীন ১০ মহিলা সদস্য়ের অনুসন্ধানকারী দল এবং জেলা পুলিশের তদন্তের সময় ধর্ষণের কোনও অভিযোগ সামনে আসেনি। সম্প্রতি সন্দেশখালি সফরের সময় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও এতে সমর্থন করে জানান, যে অনুসন্ধানের সময় তাঁরা স্থানীয় মহিলাদের ধর্ষণের কোনও অভিযোগ পাননি।


বিবৃতিতে কী উল্লেখ? 


যার পাল্টা বিবৃতি জারি করে জাতীয় মহিলা কমিশন জানায়, সন্দেশখালিতে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি নির্যাতিতাদের বয়ানের ওপর ভিত্তি করে, তৃণমূলের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে তারা। জাতীয় মহিলা কমিশনের তরফে এক্স হ্য়ান্ডলে লেখা হয়, ‘আমাদের তদন্তকারী দল জানতে পেরেছে, যে পশ্চিমবঙ্গের নির্যাতিতাদের স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে, সামনে এসে যৌন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ জানাতে বাধা দিচ্ছে।’ এখানেই শেষ নয়, এরপর এই ইস্যুতে বিবৃতিও জারি করে তারা। বিবৃতিতে তারা উল্লেখ করে, ‘গ্রামের মহিলাদের বিচলিত করার মতো সাক্ষ্য় থেকে, ব্য়াপক ভয় এবং নিয়মে পরিণত হওয়া হেনস্থার ছবিটা পরিষ্কার। নির্যাতিতারা শারীরিক এবং যৌন নির্যাতনের বর্ণনা দিয়েছেন, যা সংগঠিত করেছেন পুলিশ এবং তৃণমূলের সদস্য়রা। যে মহিলারা অত্য়াচারের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাতেন, তাদের তৎক্ষণাৎ প্রতিশোধের শিকার হতে হত। যার মধ্য়ে ছিল সম্পত্তি দখল, বাড়ির পুরুষদের গ্রেফতারি এবং নৃশংসতা।'


সন্দেশখালিতে আগেই ঘুরে গেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এবার সন্দেশখালি যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে নেমে সোজা সন্দেশখালি যাবেন তিনি। ডিএম ও এসপি-র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ২ দিনের রাজ্য সফরে এরপর মঙ্গলবার, রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করবেন তিনি। দেখা করবেন ডিজি-র সঙ্গেও। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Sandeshkhali Update: সন্দেশখালির ৪টি জায়গা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা