সোমবার শাহজাহান কাণ্ডের এক বছরের মাথায় সন্দেশখালিতে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সন্দেশখালি একবছর আগেই শাসকদলের বিরুদ্ধে মহিলাদের নেতৃত্বে সরব হয়েছিল, সেই মহিলাদের উদ্দেশ্যেই তিনি বলেন, 'কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কেউ ডাকল আর চলে গেলেন, সেটাও যাবেন না।' এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। বিরোধীরা প্রশ্ন তোলেন, 'অভিযোগ তো উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। তাহলে মুখ্য়মন্ত্রী তাঁদের নিয়ে কিছু না বলে, মহিলাদের উদ্দেশে বার্তা দিলেন কেন?' আর ঠিক তার পরদিন , মঙ্গলবার সন্দেশখালি গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই চ্যালেঞ্জ করলেন বিরোধী দলনেতা। বললেন, কে দুষ্টু লোক জানেন? উত্তরটাও দিয়েদিলেন তিনিই।
সোমবারই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। পুলিশের অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর পাল্টা সভা করেন তিনি মঙ্গলবার।
লোকসভা ভোটের সন্দেশখালি আন্দোলন ঘুম কেড়ে নিয়েছিল শাসকদলের। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে বসিরহাট লোকসভা আসনে সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করেও বাজি জিততে পারেনি বিজেপি। জয়ী হয় তৃণমূল। তারপর আবার সন্দেশ খালিতে গিয়ে তৃণমূলকে হারানোর কথা বললেন শুভেন্দু অধিকারী। বললেন, 'ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক ভুলবে না, আমিও ভুলব না। এরাজ্যে বিজেপি সরকার হলে, সন্দেশখালির ঘটনায় কমিশন বসবে। মমতা আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ-সহ নেব। আইন মেনে নেব। সংবিধানের মধ্যে থেকে নেব।'
মুখ্যমন্ত্রী সোমবার বলেছিলেন, 'সবাই ভাল থাকবেন। আর মিলেমিশে থাকবেন। কোনও দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না।' আর পাল্টা শুভেন্দু বললেন, 'রেখা-মাম্পিরা না লড়লে ওই মাঠ শাহজাহানের নামেই থাকত। সবথেকে বড় কেউ যদি দুষ্টু লোক থাকে, তিনি আর কেউ নন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি'
সন্দেশখালির মানুষকে তিনি বলেন, সংখ্যালঘু ভোট ছাড়াই বিজেপি ক্ষমতায় আসবে। ' আমাকে হারাতে গেছিল, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আপনি এক কোটি টাকা দিলেও, কোনও হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না। আমি জিতেছি, আমার ভাইকে জিতেয়েছি, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি। এত অত্যাচার, সরবেড়িয়া, এত নেকাতে জেলা ঢুকিয়েছিল। ভোটের আগের দিন। বহু বুথে হিনদু ভোট দিতে পারেনি। সন্দেশখালিতে রেখাকে আপনারা সাত হাজার ভোটে জিতিয়েছেন। সন্দেশখালি যে পথ দেখিয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হবে...'
সব মিলিয়ে ফের নতুন বছর শুরুর আগেই , প্রায় এক বছরের মাথায় সন্দেশখালি সরগরম ।
আরও পড়ুন : ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে
'