কলকাতা: মার্কিন অস্ত্র উদ্ধার সন্দেশখালি (Sandeshkhali) থেকে। উদ্ধার করা হয়েছে ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভারও। যা নিয়ে প্রশ্ন উঠছে নেপথ্যে আন্তর্জাতিক চক্র? অস্ত্রপাচারেও কি যুক্ত শেখ শাহজাহান? তদন্ত শুরু করেছে CBI। আর এই অস্ত্র উদ্ধার নিয়ে এবার তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 


তৃণমূলকে আক্রমণ নাড্ডার: শুক্রবার, শেখ শাহজাহানের সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরক। যা নিয়ে এবার তৃণমূলকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন তিনি বলেন, 'রবীন্দ্রসঙ্গীতে বদলে বাংলায় এখন দেখা যাচ্ছে বোমা-বন্দুক। সন্দেশখালিতে ৩টি বিদেশি রিভলভার পেয়েছে সিবিআই। মানুষকে রক্ষা করতে এনএসজি কম্যান্ডো নামাতে হয়েছে। এতেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা।'


CBI প্রেস রিলিজে জানিয়েছে, উদ্ধার হয়েছে, তিনটি বিদেশি রিভলভার, একটা দেশি রিভলভার, একটা কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার, একটা বিদেশি পিস্তল, একটা দেশি পিস্তল, ১২০টি নাইন MM বুলেট,৫০টি পয়েন্ট ফোর-ফাইভ ক্যালিবার কার্তুজ,১২০টি নাইন-MM ক্যালিবার কার্তুজ,৫০টি পয়েন্ট থ্রি-এইট-জিরো কার্তুজ এবং ৮টি পয়েন্ট থ্রি-টু কার্তুজ। এছাড়াও, CBI জানিয়েছে শেখ শাহজাহান সম্পর্কিত একাধিক চাঞ্চল্যকর নথিও উদ্ধার হয়েছে এই তল্লাশি অভিযানে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি বিদেশি রিভলভার রয়েছে, যেগুলি মার্কিন মুলুকে তৈরি এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয়।


একদিকে ইটের তৈরি অপরিসর রাস্তা। আর মাঝখানে নতুন তৈরি হওয়া বাড়িতেই মজুত করা ছিল আগ্নেয়াস্ত্র।সন্দেশখালির যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, সেই বাড়ির মালিক পেশায় টোটো চালক আবু তালেব মোল্লা। স্থানীয়দের দাবি, সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাফিজুল খানের আত্মীয় হওয়ার পাশাপাশি আবু তালেব নিজেও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন। স্থানীয়দের দাবি, সপ্তাহখানেক ধরে দেখা মিলছে না আবু তালেবের। কিন্তু, কীভাবে এল এত আগ্নেয়াস্ত্র, কেই বা আনল, কেন আনল? এসব প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে। শনিবার আবু তালেবের খোঁজে ফের মল্লিক পাড়ার বাড়িতে যায় সিবিআই। বাড়ির গেটে বাইরে থেকে তালা বন্ধ ছিল। শুক্রবারের পর এই বাড়িতে কারা কারা যাতায়াত করেছে, পরিবারের সদস্য যারা গতকাল তল্লাশির সময় ছিলেন, তাঁরা কোথায়, এসব তথ্য জানতে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অধিকারিকরা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Loksabha Election 2024: 'আমি আমার মনের কথা বলেছি' কুণালের আক্রমণের জবাব দেবের