শিবাশিস মৌলিক, কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনায় কলকাতার রাস্তায় ধর্না শুরু বিজেপির। হাইকোর্টের (High Court on Sandeshkhali) অনুমতি মেলার পরে বুধবার থেকে গাঁধী মূর্তির নীচে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপির নেতা-কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিলীপ ঘোষ (Dilip Ghosh), রাহুল সিন্হা। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষরা।


রাস্তায় বাধা পেয়ে ফেরার পরে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করে ইতিমধ্যেই একবার সন্দেশখালি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ফের তাঁকে সন্দেশখালি যাওয়ার ছাড়পত্র দিয়েছে আদালত। তার মধ্যেই কলকাতায় সন্দেশখালির ঘটনায় ধর্না শুরু করেছে পদ্মশিবির।


বুধবার সকাল সাড়ে ১১টা থেকে গাঁধী মূর্তির নীচে এই ধর্না শুরু হয়। সেখানে বক্তব্য রাখার সময় আগাগোড়া রাজ্য প্রশাসন ও তৃণমূলকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'গোটা সন্দেশখালি নামটা, তার অত্য়াচারটা, তার বিভীষিকাময় ইতিহাস এক দশকের বেশি সময়ের। মা-বোনেদের ওপর যে অত্য়াচার, এখানে এত মা-দিদি-বোন বসে আছেন। আজকে এই চোখটা খুলে দিল কীভাবে? যদি ৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট না যেত, তাহলে কখনওই সন্দেশখালিতে কী হচ্ছে, আমরা কিছু জানতে পারতাম না।'


আগেই সোমবার, মঙ্গলবার এবং বুধবার- এই ৩ দিন ধর্নার কর্মসূচি নিয়েছিল বিজেপি। কিন্তু রবিবার পুলিশের তরফে জানানো হয় এই কর্মসূচিতে অনুমতি দেওয়া হচ্ছে না। তারপরেই সোমবার ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। মঙ্গলবার শর্তসাপেক্ষে অনুমতি দেয় আদালত। তারপরেই বুধবার থেকে ধর্না শুরু হয়। 


ধর্না বা সভা -যে কোনও কিছুর জন্য বারবার বিরোধীদের আদালতে যেতে হচ্ছে বলে তোপ দাগেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি বলেন, 'ভিক্টোরিয়া হাউসে সভা হল মাননীয় অমিত শাহর, তার জন্য়ও কোর্টে যেতে হয়েছে। আজকে একটা ধর্না দেব শান্তিপূর্ণভাবে, এখানেও কোর্টে হয়েছে। মমতা ব্য়ানার্জি রেড রোডে পরীক্ষা চলাকালীন মাইক লাগিয়ে সভা করতে পারেন। তাঁর ভাইপো রাজভবনের সামনে ১৪৪ ধারা থাকলেও সেখানে অবস্থান করতে পারেন, সেখানে মিছিল করতে পারেন। তাঁর নেতারা সন্দেশখালি যেতে পারেন। কিন্তু, বিজেপির জন্য় কোনও অনুমতি নেই।' বৃহস্পতিবার এই ধর্না চলবে। বিজেপি সূত্রে দাবি, বৃহস্পতিবার সুকান্ত মজুমদার-সহ আরও কয়েকজন সাংসদ, বিধায়কের ধর্নায় থাকার কথা। সন্দেশখালি ইস্য়ুতে বিজেপিকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল।


আরও পড়ুন: আদালতে ধাক্কা রাজ্য়ের, স্বেচ্ছাসেবী সংস্থাকে সন্দেশখালি যাওয়ার অনুমতি হাইকোর্টের