Sandeshkhali Violence News LIVE: সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা, বিশেষ নজর নির্বাচন কমিশনের
Sandeshkhali Chaos Update: নতুন করে ঝামেলা, উত্তেজনার সূত্রপাত সন্দেশখালিতে। এবার কাঠগড়ায় শেখ শাহজাহানের ভাই সিরাজ। তাঁর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। এই সংক্রান্ত সমস্ত খবরের আপডেট পান এক ক্লিকে।
সন্দেশখালি থেকে ফিরেই রাজভবনে সুকান্ত মজুমদার
সন্দেশখালি থানার সামনে ধর্না, টেনে হিঁচড়ে তুলল পুলিশ
কাল সন্দেশখালি যাচ্ছে বিজেপির মহিলা প্রতিনিধিদল
'কথা হয়েছে জাতীয় এসসি, মহিলা কমিশনের সুপারিশ নিয়ে' ----
রাজ্যপালের কাছে দরবারের পর দাবি সুকান্ত মজুমদারের
বহিরাগত তকমায় অভিমানী সন্দেশখালি। বহিরাগত তত্ত্ব কিছুতেই মানতে নারাজ সেখানকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর আরএসএস মন্তব্য নিয়েও অভিমানের সুর বাসিন্দাদের গলায়। দলের নেতারা তো বটেই, বহিরাগত তত্ত্ব মানতে নারাজ সন্দেশখালির সাধারণ ভোটারও।
সন্দেশখালি থানার সামনে সুকান্ত মজুমদারের ধর্না-অবস্থান ঘিরে বাঁধল তুলকালাম কাণ্ড। ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হল বিজেপির রাজ্য় সভাপতিকে। টেনে হিঁচড়ে তুলে, পুলিশের বোটে করে সরানো হল সন্দেশখালি থেকে। পরে, জামিন দেওয়া হয় সুকান্তকে। এদিকে, নতুন করে সন্দেশখালির একাংশে জারি করা হল ১৪৪ ধারা।
সন্দেশখালিতে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শিশুদের ফুটবল, জার্সি দিলেন বিধায়ক। করা হল বৃক্ষরোপন।
সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা, বিশেষ নজর নির্বাচন কমিশনের
বহিরাগত তকমায় অভিমানী সন্দেশখালি। বহিরাগত তত্ত্ব কিছুতেই মানতে নারাজ সেখানকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর আরএসএস মন্তব্য নিয়েও অভিমানের সুর বাসিন্দাদের গলায়। দলের নেতারা তো বটেই, বহিরাগত তত্ত্ব মানতে নারাজ সন্দেশখালির সাধারণ ভোটারও।
সন্দেশখালি থানার সামনে সুকান্তর ধর্না ঘিরে তুলকালাম। ১৪৪ ধারা দেখিয়ে টেনে-হিঁচড়ে নিয়ে গেল পুলিশ।
নতুন করে সন্দেশখালির কিছু অংশে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন
সন্দেশখালিতে বিশেষ নজর নির্বাচন কমিশনের। সন্দেশখালির প্রতিদিনের রিপোর্ট চাইছে কমিশন। অন্যান্য জেলারও সার্বিক রিপোর্ট তলব সিইও দফতরের। কলকাতা ও দুই ২৪ পরগনার আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ নজর কমিশনের। ২৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তার আগে ২৪ ফেব্রুয়ারি সব জেলার ডিএম ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক কমিশনের।
সন্দেশখালি থানার সামনে থেকে সুকান্ত মজুমদারের ধর্না ঘিরে তুলকালাম। ১৪৪ দেখিয়ে জোর করে বিজেপির রাজ্য সভাপতিকে তুলে নিয়ে গেল পুলিশ।
সন্দেশখালির কিছু এলাকায় নতুন করে ১৪৪ ধারা
সন্দেশখালির ২ নম্বর ব্লকের ৫টি গ্রাম পঞ্চায়েতের ৯টি জায়গায় ১৪৪ ধারা জারি
নতুন করে সন্দেশখালির কিছু অংশে ১৪৪ ধারার বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন
জেটিতে আটকে দেওয়া হল সংবাদমাধ্যমকে, পুলিশের বোটে নিয়ে যাওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে
সুকান্ত মজুমদারকে আটক করল পুলিশ
নারী নির্যাতন থেকে ভেড়ি দখল। চাপের মুখে জমি ফেরত দেওয়া শুরু। বিধায়ককে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।
সন্দেশখালিতে ফের জনরোষের বিস্ফোরণ, ভেড়ির পাশের ঘরে আগুন। যোগী রাজ্যের দাওয়াই সুকান্তর, ৯দিন পরে ঢুকতে পারলেন সন্দেশখালিতে --
থানার সামনে বসে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
সন্দেশখালির বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস সুকান্ত মজুমদারের
৯ দিনের মাথায় অবশেষে সন্দেশখালিতে সুকান্ত মজুমদার
সন্দেশখালি যাওয়ার পথে ধামাখালিতে সুকান্ত মজুমদারকে আটকাল পুলিশ। একজন দেহরক্ষীকে নিয়ে যেতে পারেন, জানাল পুলিশ। বিজেপির জেলা সভাপতিকেও সঙ্গে নিয়ে যাওয়ার দাবি সুকান্ত মজুমদারের।
শেখ শাহজাহান, শিবু, উত্তমের পর সিরাজের 'অত্যাচারের' পর্দা ফাঁস। ভয় দেখিয়ে, মারধর করে জমি লুঠের অভিযোগে ফুঁসছে সন্দেশখালি।
সন্দেশখালিতে জাতীয় এসটি কমিশন। আর্জি শুনুন, মালঞ্চ এলাকায় গাড়ি আটকে আবেদন স্থানীয়দের। সেই সময়ের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার।
সন্দেশখালিকাণ্ডে কোচবিহারে এবিভিপি-র এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
DG সন্দেশখালি ছাড়ার পরেই এবার পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের দখল করা মাঠ ফিরিয়ে দিল প্রশাসন। ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব’ লেখা দেওয়ালে পড়ল চুনকামের প্রলেপ। উপস্থিত সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো ও বসিরহাট পুলিশ জেলার এসপি। মাঠ ফিরিয়ে ফুটবল খেললেন বিধায়ক, হল বৃক্ষরোপণও।
৪৯ দিন ধরে অধরা শেখ শাহজাহান। কিন্তু হঠাৎ সন্দেশখালিতে ইডির উপর হামলায় অভিযুক্ত, তাড়া খেয়ে এলাকা ছাড়া হয় শেখ শাহজাহান ঘনিষ্ঠ আখতার, দাবি গ্রামবাসীদের।
এবিপি আনন্দর সুমন দে-র বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় এফআইআর, থানায় তলব। 'পছন্দ না হলেই মামলা, সৎ সাংবাদিকদের ফাঁসানোর চেষ্টা', সাংবাদিক গ্রেফতারি মামলায় সওয়াল মহেশ জেঠমালানির।
সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের জামিন। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। 'এফআইআর দেখে মনে হচ্ছে অযৌক্তিক ও মোটিভেটেড', মন্তব্য হাইকোর্টের।
সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা। এবার শেখ শাহজাহানের ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ। ভেড়ির পাশের ঘরে আগুন। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা।
প্রেক্ষাপট
সন্দেশখালিতে (Sandeshkhali Incident) নতুন করে উত্তেজনা (Chaos)। এবার শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ভাই সিরাজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে বিক্ষোভ। ভেড়ির পাশের ঘরে আগুন। পুলিশের সঙ্গে স্থানীয়দের বচসা।
৪৯ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে পথে নামলেন স্থানীয় মহিলারা।
সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারি মামলায় সাংবাদিক সন্তু পানের (Reporter Santu Pan) জামিন। তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order)। এফআইআর দেখে মনে হচ্ছে অযৌক্তিক ও মোটিভেটেড, মন্তব্য হাইকোর্টের।
এবিপি আনন্দর (ABP Ananda) সুমন দে-র (Suman De) বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় এফআইআর, থানায় তলব। পছন্দ না হলেই মামলা, সৎ সাংবাদিকদের ফাঁসানোর চেষ্টা, সাংবাদিক গ্রেফতারি মামলায় সওয়াল মহেশ জেঠমালানির।
ডিজি সন্দেশখালি ছাড়তেই পুলিশের উপস্থিতিতে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের নাম লেখা মাঠ ফিরল স্থানীয়দের কাছে। মাঠে নেমে ফুটবলে কিক বিধায়কের। হল বৃক্ষরোপণ। ফ্যান ক্লাবের নাম মুছল চুনকামে। মাঠ ফেরত ঘিরে বিধায়কের উল্টোসুর স্থানীয়দের।
সন্দেশখালিকাণ্ডের ২ সপ্তাহ পর এলাকায় তৃণমূল বিধায়ক, বিক্ষোভ স্থানীয়দের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -