কলকাতা: সিবিআই তলবে অবশেষে নিজাম প্যালেসে শেখ শাহজাহানের (Sheikh Shajahan) ভাই আলমগির। ইডির উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ প্রায় ১৫ জনকে তলব করা হয়েছে। শেখ শাহজাহানের ভাই আলমগির সহ হাজির বেশ কয়েকজন। ইতিমধ্যেই ইডি-র উপর হামলার ঘটনায় শেখ শাহজাহান সহ ৩ জনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)।


CBI তলবে নিজাম প্যালেসে শেখ শাহজাহানের ভাই


তদন্তভার হাতে নিয়েই, দফায় দফায় সন্দেশখালিতে যান সিবিআই আধিকারিকরা। ৫ জানুয়ারি, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায়,একের পর এক অভিযুক্তের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিজাম প্যালেসে তলব করা হয় শেখ শাহজাহানের একাধিক ঘনিষ্ঠকে। বৃহস্পতিবার তলব করা হয়েছিল শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখকে। কিন্তু সিবিআই তলবে গরহাজির ছিলেন আলমগীর শেখ। তবে এদিন নিজাম প্যালেসে হাজিরা দিলেন তিনি। নিজাম প্যালেসে আসেন বনগাঁ থানার তদন্তকারী আধিকারিক। তাঁর বয়ান রেকর্ড করে CBI। 


শেখ শাহজাহান বাহিনীর গাড়ি বাজেয়াপ্ত  


সম্প্রতি শেখ শাহজাহান বাহিনীর মোট তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। প্রাক্তন পঞ্চায়েত প্রধান মোসলেম শেখের সরবেড়িয়া নতুন বাজারের গোডাউন থেকে গাড়িগুলি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনটি গাড়ির মধ্য়ে একটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের নামে। আরেকটি গাড়ির রেজিস্ট্রেশন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরের নামে। তৃতীয় গাড়ির মালিকানা পাঞ্জাবের একটি সংস্থার নামে। শেখ শাহাজাহানের মালিকানাধীন গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়। দাম ১৩ থেকে ১৫ লক্ষ টাকা।


গাড়িগুলি কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে চায় ইডি


গত বছরের ডিসেম্বরে কেনা হয় শেখ আলগমীরের মালিকানাধীন গাড়িটি। দাম ২৪ থেকে ২৭ লক্ষ টাকা। পাঞ্জাবের সংস্থার নামে রেজিস্ট্রেশন যে গাড়িটির সেটি ২০১৮ সালের ৭ মে কেনা হয়। দাম লক্ষাধিক টাকা। পাঞ্জাবের সংস্থার মালিকানাধীন গাড়িটি সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডের গ্রেফতারির আগে পর্যন্ত শেখ শাহজাহান মার্কেটে ছিল। পরে সেটি মোসলেম শেখের গোডাউনে রাখা হয় বলে সূত্রের খবর। এই গাড়িগুলি কেনার অর্থের উৎস সম্পর্কে জানতে চায় ইডি।


আরও পড়ুন, মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সুরক্ষিত না থাকলে চিন্তার বিষয় : দিলীপ


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)