কলকাতা : ইডির দেওয়া সময় পার, সিজিও কমপ্লেক্সে এলেন না শেখ শাহজাহান । ৫ দিন আগে বাড়িতে তল্লাশির পর শেখ শাহজাহানকে সমন দেয় ইডি । আজ সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। যদিও সেই নির্দেশে সাড়া দিলেন না সন্দেশখালির 'বেতাজ বাদশা'। হামলার ২৪ দিন পরেও অধরা সন্দেশখালিকাণ্ডের 'মাস্টারমাইন্ড'। দাদা কোথায় জানা নেই বলে ফের দাবি করলেন শেখ শাহজাহানের ভাই।
একটা, দু'টো করে পেরিয়ে গেছে ২৪টা দিন ! কিন্তু কোথায় রয়েছেন সন্দেশখালির বেতাজ বাদশা, ED ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান ? তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে, শেখ শাহজাহানকে খুঁজে বের করার কাজটা করছেটা কে ? আদৌ শাহজাহানের খোঁজে তল্লাশি চলছে তো ?
কারণ সূত্রের খবর, সম্প্রতি ন্যাজাট থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে জানানো হয়েছে, সিটকে চিঠি পাঠিয়েও উত্তর পাননি তারা। এই জটিলতার জেরে তদন্ত থমকে আছে।
রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রমণের মুখে পড়েন ED ও CRPF। রক্তাক্ত হন ইডির আধিকারিকরা। ইডি এই ঘটনায় আদালতে সিবিআই তদন্তের আর্জি জানালেও, এক পুলিশ সুপার ও CBI-এর এসপি পদমর্যাদার এক অফিসারকে নিয়ে SIT গঠন করেন বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি বিচারপতি সাফ জানিয়ে দেন, সিটে থাকতে পারবেন না ন্যাজাট থানার কোনও আধিকারিক।
বিচারপতি সেনগুপ্তর সিট গঠনের সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় ED। অর্থাৎ, সিবিআই আধিকারিকের নাম না দেওয়ায় সিট গঠনও সম্পূর্ণ হয়নি। পাশাপাশি, আর তদন্ত করছে না ন্য়াজাট থানাও। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে ন্যাজাট থানার তরফে বসিরহাটের এসিজেএম আদালতে তদন্ত থমকে থাকার কথা জানানো হয়েছে।
শেখ শাহাজাহানকে যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন শুক্রবারই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে। সরবেড়িয়া থেকে ধামাখালি ১১ কিলোমিটার তার মধ্য়েই উনি চলাফেরা করছেন।
এদিকে শেখ শাহজাহানের বাড়ির সামনে হাইকোর্টের নির্দেশে সিসিটিভি লাগানো হলেও, শনিবার দেখা যায় নজরদারিতে রয়েছেন মাত্র একজন সিভিক ভলান্টিয়ার!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে