Sandeshkhali Live Updates: শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে মিলল বিদেশি আগ্নেয়াস্ত্রও

Sandeshkhali Firearms Recovery Live: শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ির মেঝে খুঁড়তেই বোমা-বন্দুক। মিলল বিদেশি আগ্নেয়াস্ত্রও! সিবিআই সূত্রে খবর।

ABP Ananda Last Updated: 26 Apr 2024 11:10 PM

প্রেক্ষাপট

সন্দেশখালি (Sandeshkhali Update) যেন যুদ্ধক্ষেত্র! অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পর নামল এনএসজি (NSG) । রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে বিস্ফোরকের খোঁজে তল্লাশি। এলাকা ঘিরল কমান্ডো। ভোটের মধ্যেই সন্দেশখালিতে অস্ত্র ভাণ্ডারের...More

Sandeshkhali Firearms Recovery Live Updates: সন্দেশখালিকাণ্ডের তদন্তে গিয়ে সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের হদিশ পেল CBI

প্রথমে হামলা হয়েছিল ইডির ওপর। তারপর সন্দেশখালিকাণ্ডের তদন্তে গিয়ে সেখান থেকেই বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকের হদিশ পেল CBI. এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, যার হদিশ পেল CBI, তার হদিশ কেন আগে পেল না পুলিশ?