কলকাতা: সন্দেশখালিতে মেঝে খুঁড়ে গোপন কুঠুরিতে অস্ত্র ভাণ্ডারের হদিশ। যা উদ্ধার করতে নামাতে হয়েছিল NSG এবং বিশেষ রোবট। সন্দেশখালিতে শুক্রবারের দুপুর থেকে রাত অবধি যা দেখা গেছে, তা এক কথায় এরাজ্যে নজিরবিহীন। এদিকে, সন্দেশখালিতে উদ্ধার অস্ত্রভাণ্ডার, একাধিক প্রশ্ন তুলে পোস্ট অমিত মালব্যর।
এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, 'সন্দেশখালি থেকে উদ্ধার হয়েছে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলভার। শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার পুলিশের রিভলভার। এই শেখ শাহজাহানকেই বিধানসভায় দাঁড়িয়ে আড়াল করেছিলেন মুখ্যমন্ত্রী। শেখ শাহজাহানের মতো অপরাধীর ঘনিষ্ঠের কাছে কীভাবে গেল পুলিশের রিভলভার? পুলিশের রিভলভারটি কি রাজ্যের অস্ত্রাগার থেকে চুরি হয়েছে? যদি চুরি হয়ে থাকে, সেটা কি রিপোর্ট করা হয়েছিল? রাজ্য পুলিশের ডিজি-কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। নাকি স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে পুলিশ এখন সন্ত্রাসের সিন্ডিকেটের অংশ? যারা আন্তর্জাতিক অস্ত্র কারবারের মাধ্যমে বেআইনি অস্ত্রের আমদানিতে মদত দিচ্ছে। এখন এটা স্পষ্ট যে শেখ শাহজাহান শুধু ধর্ষক নয়, সন্ত্রাসবাদীও। এইসব কিছুর দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাঁকে জবাব দিতেই হবে'।
শনিবার রাজনৈতিক টানাপোড়েনের জল আরও গড়াল। NSG-কে নিয়ে সন্দেশখালিতে CBI-এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল। চিঠিতে লেখা হয়েছে, সন্দেশখালির একটি ফাঁকা জায়গায় অনৈতিক ভাবে তল্লাশি চালায় CBI। ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই CBI-এর এই তল্লাশি। আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অথচ তল্লাশির বিষয়ে কিছু জানানো হয়নি। চিঠিতে লেখা হয়েছে, সত্যিই অস্ত্র উদ্ধার হয়েছে নাকি CBI বা NSG নিজেরাই রেখেছে, তাও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশখালি ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন। আরও একবার প্রমাণিত হল, CBI-কে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিক ভাবে ব্যবহার করছে।
সন্দেশখালিতে শুক্রবারের অভিযান নিয়ে, শনিবার প্রথমে কুলটি ও তারপর আসানসোলের সভা থেকে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সবমিলিয়ে, ভোটের আবহে সন্দেশখালিতে অস্ত্র উদ্ধার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে