কলকাতা: লোকসভা ভোটের মধ্যে রাজ্য রাজনীতির কেন্দ্রে ফের জায়গা করে নিল 'সন্দেশখালি' (Sandeshkhali), এবার নেপথ্যে একটি ভিডিও। শনিবার সোশাল মিডিয়ায় (Social Media) ৩২ মিনিটের এই ভিডিওটি পোস্ট করেছে তৃণমূল (TMC)। যদিও এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।
যেখানে গঙ্গাধর কয়াল, তিনি সন্দেশখালি ২ নম্বরের বিজেপির মণ্ডল সভাপতি, সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে সন্দেশখালি আন্দোলনে, অনেকটাই নিয়ন্ত্রকের ভূমিকায় ছিলেন শুভেন্দু অধিকারী। তবে, তৃণমূলের পোস্ট করা ভিডিওয় তোলপাড়, চক্রান্তের দাবি বিজেপি নেতার। সন্দেশখালির মহিলা, শুভেন্দুর ভাবমূর্তি নষ্ট করতেই চক্রান্তের পাল্টা অভিযোগ। 'প্রযুক্তির মাধ্যমে গলার স্বর বিকৃত করা হয়েছে, সিবিআই তদন্ত চাইব', তৃণমূলের পোস্ট করা ভিডিওকে ভুয়ো বলে দাবি বিজেপির মণ্ডল সভাপতির।
তবে শনিবার এই ভিডিও নিয়ে শোরগোল পড়তেই পাল্টা দুর চড়িয়েছিলেন শুভেন্দু। তৃণমূলের পোস্ট করা ভিডিও নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার দাবি ছিল, 'তৃণমূলের গলা না কার গলা, মিমিক্রি করা যায়'।
তবে ভোটের মুখে এই ভিডিও নিয়ে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'সন্দেশখালির স্টিং ভিডিও দেখে স্তম্ভিত। বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত কীভাবে বাংলা বিরোধী বিজেপি চক্রান্ত করছেন। সস্তা রাজনীতির জন্য বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। এই ঘৃণ্য কাজটি ক্ষমতার অপব্যবহারের ইতিহাসে সবথেকে বড় লজ্জা'।
আরও পড়ুন, অসহ্য গরম থেকে আজই নিষ্কৃতি? ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া দফতরের সুখবর
তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূল নেত্রী এদিন চাকদায় তৃণমূলের প্রচার মঞ্চ থেকে বলেন, 'সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক, আমি ঢোকার পথে বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনও বিস্তারিত দেখিনি। আমি নিশ্চয়ই দেখব।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে