সমীরণ পাল, ন্যাজাট : দুর্ঘটনার একদিন পরেও ন্যাজাটকাণ্ডে রহস্য ঘনীভূত। ফাঁকা রাস্তায় কীভাবে উল্টোদিকের লেনে ঢুকে সাক্ষীর গাড়িতে ধাক্কা? দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? উত্তর মিলছে না প্রশ্নের। দুর্ঘটনার পরেই কীভাবে এত দ্রুতগতিতে পালাল ট্রাক চালক? ঘাতক ট্রাকের মালিক কে? কেই বা চালাচ্ছিল ট্রাকটি? মালঞ্চ থেকে সরবেড়িয়া ১৮ কিমি রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আজ দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক পরীক্ষা হবে। পরিকল্পনা করে গাড়িতে ধাক্কা, বিস্ফোরক সাক্ষী ভোলানাথ। খুনের চক্রান্ত করে হামলা, অভিযোগ সাক্ষীর বড় ছেলের। সন্দেশখালি ১ পঞ্চায়েতের সভাপতি, সহ-সভাপতির বিরুদ্ধে অভিযোগ ভোলানাথ ঘোষের পরিবারের। মিথ্যা অভিযোগ, পাল্টা দাবি সভাপতি, সহ-সভাপতির। একদিন পরেও কোনও অভিযোগ দায়ের করেনি ভোলানাথ ঘোষের পরিবার। তাই এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি।
দুর্ঘটনা না কি হত্য়া? কে কষেছিল ছক? কার ষড়যন্ত্র? সাক্ষীকে খুনের ছক কষা হয়েছিল জেল থেকেই? প্রশ্ন উঠছে, দুর্ঘটনাস্থল নিয়েও। এই এলাকায় কোনও সিসি ক্যামেরা নেই! তার ওপর বাসন্তী হাইওয়ে চওড়া রাস্তা, সেখানে একটি গাড়ি ও একটি ট্রাক অনায়াসে পাশাপাশি যেতে পারে। তাহলে কি ভোলানাথ ঘোষের গাড়িকে ধাক্কা মারাই মূল উদ্দেশ্য ছিল ঘাতক ট্রাকটির? দুর্ঘটনা ঘটে সকাল নটা নাগাদ। অর্থাৎ কুয়াশার কোনও সম্ভাবনা নেই। রাস্তাঘাটও ছিল ফাঁকা। জনবসতিপূর্ণ এলাকাও নয়। তাই প্রশ্ন উঠছে, কীভাবে লেন বদল করে উল্টোদিক থেকে আসা গাড়িকে ধাক্কা মারল লরিটি?
দুর্ঘটনা, না হত্য়ার জন্য় হামলা? সাক্ষীই ছিল টার্গেট? 'ঘাতক ট্রাকটি ধাক্কা মারার কিছুক্ষণ আগে ওই রাস্তা দিয়ে আসে। ট্রাকটি খালি ছিল, এসে কিছুক্ষণ ধরে অপেক্ষা করছিল', দুর্ঘটনার পর দাবি স্থানীয়দের একাংশের। দাবি সত্য়ি হলে, একটি খালি ট্রাক কেন ফাঁকা এলাকায় দাঁড়িয়ে অপেক্ষা করবে? কেন অপেক্ষা করবে? কখন ভোলানাথ ঘোষের গাড়ি যাবে, তার জন্য় কি অপেক্ষা করছিল ট্রাকটি? লিখিত অভিযোগ পেলে, কেস শুরু হবে, জানিয়েছেন মিনাখাঁর SDPO । ঘাতক ট্রাকটি চালাচ্ছিলেন আলিম মোল্লা। চাঞ্চল্যকর দাবি শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের। কে এই আলিম? কোথায় তিনি? কার ঘনিষ্ঠ? উঠছে প্রশ্ন। ঘাতক ট্রাকের মালিকই বা কে? তা নিয়েও উঠে আসছে পরস্পর বিরোধী দাবি।
শেখ শাহজাহানের বিরুদ্ধে CBI-এর করা মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনা নিয়ে ক্রমে বাড়ছে রহস্য। এই আবহেই বিস্ফোরক দাবি করলেন সরবেড়িয়ার বাসিন্দা ও বিজেপি সমর্থক নির্মলকুমার মণ্ডল। তাঁর দাবি, দুর্ঘটনার আগের রাতে মিটিং করেছিলেন শাহজাহানের ঘনিষ্ঠরা।