কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali Update) উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরকের ছবি দেখে চমকে উঠেছেন অনেকেই। যার মধ্যে রয়েছে, ৩টি অত্যাধুনিক মার্কিন রিভলভারও। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করেছে - তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান? নেপথ্যে কি রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? উঠছে প্রশ্ন।
আগ্নেয়াস্ত্রে উদ্ধারে উঠছে প্রশ্ন: জমি দখল, মহিলাদের উপর অত্য়াচার, থেকে চাষের জমি কেড়ে নেওয়া,সন্দেশখালিতে শেখ শাহজাহান ও তার শাগরেদদের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। তার মধ্য়েই শুক্রবার, শেখ শাহজাহানের সঙ্গীর বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বিস্ফোরক। আর এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি বেআইনিভাবে অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান?সন্দেশখালিতে কি অস্ত্র আসত মার্কিন মুলুক থেকে? নেপথ্যে কি রয়েছে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? অস্ত্রভাণ্ডার উদ্ধারের পর সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না CBI.
বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, “শাহজাহান যখন সিপিএমের ছিল, পিস্তল নিয়ে ঘুরত। এখন AK47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার। সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয়, অস্ত্রসস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসত বাংলাদেশ থেকে। ক্যাম্প করে থাকত। ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। সবই বিদেশি যোগ। আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে।’’
শুক্রবারই CBI প্রেস রিলিজে জানিয়েছে, উদ্ধার হয়েছে, তিনটি বিদেশি রিভলভার, একটা দেশি রিভলভার,একটা কোল্ট অফিশিয়াল পুলিশ রিভলভার,একটা বিদেশি পিস্তল,একটা দেশি পিস্তল,১২০টি নাইন MM বুলেট,৫০টি পয়েন্ট ফোর-ফাইভ ক্যালিবার কার্তুজ,১২০টি নাইন-MM ক্যালিবার কার্তুজ,৫০টি পয়েন্ট থ্রি-এইট-জিরো কার্তুজ এবং ৮টি পয়েন্ট থ্রি-টু কার্তুজ।এছাড়াও, CBI জানিয়েছে শেখ শাহজাহান সম্পর্কিত একাধিক চাঞ্চল্যকর নথিও উদ্ধার হয়েছে এই তল্লাশি অভিযানে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি বিদেশি রিভলভার রয়েছে, যেগুলি মার্কিন মুলুকে তৈরি এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা। কী কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালিতে মজুত করা হয়েছিল? অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে? CBI সূত্রে দাবি, সন্দেশখালি থেকে পাওয়া কিছু আগ্নেয়াস্ত্র খোলা বাজারে বিক্রি হয় না। অত্যাধুনিক একেকটি আগ্নেয়াস্ত্রের দাম ৭-৮ লক্ষ টাকা। সব মিলিয়ে, শুক্রবার প্রায় ৪০ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার হয়েছে। সূত্রের দাবি, CBI জানতে চায়, ৫ জানুয়ারি, ইডির ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল? শেখ শাহজাহানের গড়ে মার্কিন মুলুকের অস্ত্র উদ্ধার! অস্ত্র পাচারেও যুক্ত ছিলেন শেখ শাহজাহান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: 'আমি আমার মনের কথা বলেছি' কুণালের আক্রমণের জবাব দেবের