সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: 'বকেয়া টাকা যদি আপনারা ফেরত পেয়ে যান, আপনারা আমাদের দলকে সমর্থন করছেন তো?' অশান্ত সন্দেশখালিতে ঘরে ঘরে গিয়ে এ কথা জিগ্যেস করছে তৃণমূল ( TMC )। তাদের দেওয়া ভিডিওতেই দেখা গেছে সে কথোপকথন। প্রাপ্য জমি বা টাকা ফেরত দেওয়ার কথা দিয়ে, ভোট ও সমর্থনের আশ্বাস চেয়ে বেড়াচ্ছে ঘাস-ফুল শিবির। কোমর বেঁধে পথে নেমেছেন সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির ( Sandeshkhali 2 Panchayat Samiti ) কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার ( Deepika Poddar ) । 


সামনেই লোকসভা ভোট। তার আগেই তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার দুই শাকরেদ শিবু ও উত্তমের বিরুদ্ধে উত্তপ্ত লাভার মতো ক্ষোভের উদ্গীরন হয়েছে সন্দেশখালিতে। গ্রামের পুরুষদের অত্যাচার, হুমকি, খাটিয়ে টাকা না দেওয়া, মেয়েদের তুলে নিয়ে যাওয়া, শারীরিক লাঞ্ছনা, এমনকী গণধর্ষণের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে শিবু-উত্তমদের বিরুদ্ধে। যৌন নির্যাতন ও গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পর পুলিশ গ্রেফতার করেছেন শিবু হাজরা। আগেই গ্রেফতার হয়েছেন উত্তম সর্দার। এখনও ধরা পড়েননি শেখ শাহজাহান। এই পরিস্থিতিতেই সন্দেশখালিতে লোকসভা ভোটে নিজেদের পাল্লা ভারি রাখতে তৃণমূল ঘুরছে দোরে দোরে। জানতে চাইছে, টাকা - জমি ফেরত পেলে তারা তৃণমূলের ডাকে সাড়া দেবেন তো ? 


তৃণমূলের দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া, দাসপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরছেন সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার। শিবু ও উত্তম বিরুদ্ধে জমি কেড়ে নেওয়া, ভেড়ির টাকা না দেওয়ার ভুরিভুরি অভিযোগ রয়েছে। টাকা ও জমি ফেরতের প্রতিশ্রুতি দিয়ে সমর্থনের নামে এবার ভোট চাইছেন স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীরা। টাকা, জমি ফেরত পেলে তৃণমূলের সঙ্গে থাকার আশ্বাস দিয়েছেন গ্রামবাসীরা।  


দীপিকা প্রশ্ন করছেন, আপনাদের অভিযোগ যদি সব মিটে যায়, আপনারা কি আমাদের পার্টিকে সমর্থন করছেন তো? বারবার প্রশ্ন করার পর গ্রামবাসীরা বলছেন, এ তো আমরা বরাবর টিএমসি করি। কেন করব না? সেই ভিডিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফেই। আবার প্রশ্ন করা হচ্ছে, আপনারা দিদির সঙ্গে আছেন তো? গ্রামবাসীরাও সম্মতিসূচক হ্যাঁ বলছেন। কেউ আবার বলছেন, টাকা পেলে তো হবে না, আমাদের জমি চাই তো...


আবার অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা প্রশ্ন করছেন, 'যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তারা যদি না থাকে তাহলে আপনারা পার্টিতে আছেন তো? ' এই ভাবে কি ঘাসফুল শিবির ফিরে পাবে সন্দেশখালির বিশ্বাস? উত্তর দেবে লোকসভা ভোটের ফল। 


 


আরও পড়ুন :


 


'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'