প্রকাশ সিনহা, কলকাতা : আবার শিরোনামে সন্দেশখালি। আবার শাহজাহান ডেরায় CBI । শাহজাহান এখন জেলে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পরে হিংসায় তিন বিজেপি নেতার খুনের ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সেই মামলার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। তাহলে কি সিবিআই সেই তদন্তের সূত্রেই সেখানে গিয়েছে ? 

সূত্রের খবর, শাহজাহানের বাড়িতে CBI হানা দিয়েছে নতুন পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করতে । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, জেলে বসেই শেখ শাহজাহান সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। সিবিআই আধিকারিকরা এলাকায় ঘুরে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন । জানার চেষ্টা করছেন, খবরের সত্যতা সম্পর্কে।                 

সিবিআইসূত্রের খবর, জেলে বসেই তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন শাহজাহান। সাক্ষীদের হুমকি দিয়ে তাXদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এই অভিযোগ পাওয়ার পরই শাহজাহানের বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছেন বলে খবর। গোয়েন্দারা জানতে চাইছেন, শাহজাহানের সঙ্গে এর মধ্যে তাঁদের যোগাযোগ হয়েছিল কি না ! 

২০২৪ সালের গোড়ায় রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়ে বিরাট ভাবে প্রতিহত হয় ইডি। আক্রান্ত হন সাংবাদিকরাও। শাহজাহান-সমর্থকদের হাতে প্রহৃত হন ইডি আধিকারিক ও আধাসেনা জওয়ানেরা। তারপর তাঁকে তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। প্রায় ২ মাসের মাথায় তাণকে গ্রেফতার করা হয় মিনাখাঁ থেকে। এরপর ' সন্দেশখালি' হয়ে ওঠে লোকসভা ভোটের লড়াইয়ের জ্বলন্ত ইস্যু। অভিযোগের পাহাড় সামনে আসে। সন্দেশখালির বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, শাহজাহান তাঁর ক্ষমতা ব্যবহার করে একের পর এক দুর্নীতি করে গিয়েছেন। শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধেও বহু অভিযোগ তোলেন স্থানীয় মহিলারাও। কৃষিজমি জবরদখল,জোরপূর্বক দখল করা জমিতে ভেরির ব্যবসা, মেয়েদের উপর নির্যাতন, প্রতিবাদ করলে তাঁদের স্বামীদের তুলে নিয়ে যাওয়ার মতো অভিযোগ ওঠে। সেই শেখ শাহজাহান, এখন তিনি জেলে। তবু তিনি নাকি অ্যাক্টিভ। তাঁর অঙ্গুলি হেলনেই চলছে হুমকি রাজ ! সেই খবর পেয়েই ফের অ্যাকশনে সিবিআই । গোয়েন্দারা সেখানে গিয়ে কী খবর পেলেন সেটাই দেখার। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের ইউটিউব লিঙ্ক।