সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: যারা আইন ভেঙেছে, সকলে গ্রেফতার হবে। সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) দু’ সপ্তাহ পর গ্রাউন্ড জিরোয় গিয়ে আশ্বাস দিলেন রাজ্য পুলিশের (West Bengal Police) DG। একদিকে ৪৯ দিন ধরে অধরা শেখ শাহজাহান (Seikh Shahjahan)। আরেক দিকে ফেরার তৃণমূল নেতার (TMC Leader) বাহিনীর বিরুদ্ধে জমেছে নালিশের পাহাড়। 


এই পরিস্থিতিতে গতকাল দুপুর থেকে সন্দেশখালিতে অ্যাকশনে নামেন রাজীব কুমার। রাত কাটান পূর্ত দফতরের গেস্ট হাউসে। তার আগে পুলিশের বোটে চড়ে প্রায় ২ ঘণ্টা ধরে সন্দেশখালি, ধামাখালি, জেলিয়াখালি, তুষখালি-সহ বিভিন্ন দ্বীপে ঘোরেন DG। বাইকে চড়ে এলাকায় টহল দেন।


সূত্রের খবর, মূলত সন্দেশখালির ভৌগলিক চেহারা বুঝতেই DG-র এই অভিযান। এরপর ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বসিরহাটের SP-সহ উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজীব কুমার। তার আগে গেস্ট হাউসে বৈঠক করেন প্রায় ৪০০ সিভিক ভলান্টিয়ারের সঙ্গেও। DG-র নির্দেশে রাত ৩টে পর্যন্ত বাইকে চড়ে সন্দেশখালিতে নজরদারি চালায় পুলিশ। কলকাতায় ফিরে নবান্নে যান DG। 


সন্দেশখালিতে কাল থেকেই অ্যাকশনে নামবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এমনটাই সূত্রের খবর। অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠকও হবে। 'ফোর্স-অফিসারদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। জমি বা অত্যাচার সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ব্যবস্থা নেব। যারা আইন ভেঙেছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেব', ধামাখালিতে আশ্বাস ডিজি রাজীব কুমারের। অন্যদিকে, সন্দেশখালি থানায় পৌঁছলেন বারাসাত রেঞ্জের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়।  


এদিকে, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে সন্দেশখালি-অস্ত্রে শান বিজেপির। ৬ মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, জানালেন সুকান্ত মজুমদার। 'বারাসাতে সভা করার কথা প্রধানমন্ত্রীর', সন্দেশখালির নির্যাতিতারা চাইলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা, জানালেন বিজেপির রাজ্য সভাপতি। 


আরও পড়ুন, মোদির বঙ্গসফরে সাক্ষাৎ সন্দেশখালির নির্যাতিতাদের? ইঙ্গিত সুকান্তর


ফের সন্দেশখালির পথে সুকান্ত মজুমদার। বসিরহাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেলে গিয়ে ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহ সহ ১১ জনের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্য সভাপতি। ধৃত বিজেপির নেতা কর্মীদের সঙ্গে দেখা করে সন্দেশখালি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। ১৩, ১৪ ফেব্রুয়ারি বসিরহাটেই বাধা, ৯দিনের মাথায় ফের সন্দেশখালির পথে বিজেপির রাজ্য সভাপতি।