ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: কবিগুরুর হাতে প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন বিনয়কুমার সরেন। এই প্রথম জনজাতি সম্প্রদায়ের কেউ বিশ্বভারতীর উপাচার্য পদে আসীন হলেন। ২০২৩ সালের নভেম্বর মাস থেকে এই নিয়ে তৃতীয় বার উপাচার্য বদল হল বিশ্বভারতীর। এমনিতে বিশ্বভারতীর পরিদর্শক খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিও জনজাতি সম্প্রদায় থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হন। বিশ্বভারতীও এবার জনজাতি উপাচার্য পেল। (Visva Bharati VC)
২০১৮ সালে বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী। যে পাঁচ বছর পদে আসীন ছিলেন তিনি, সেই সময় রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পৈতৃক ভিটে নিয়ে সেই সময় আইনি টানাপোড়েনও শুরু হয়। অমর্ত্য বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ তোলেন বিদ্যুৎ। পাল্টা অমর্ত্য পৈতৃক সম্পত্তির নথই তুবে ধরেন। সেই সময় অমর্ত্যর পাশে দাঁড়ায় রাজ্য সরকার।
এর পর, ২০২৩ সালের ৮ নভেম্বর স্থায়ী উপাচার্য হিসেবে মেয়াদ ফুরোয় বিদ্যুতের। এর পর, বিশ্বভারতীর নিজস্ব সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী, ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তদানীন্তন কর্মসমিচির সদস্য তথা কলাভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক। (Santiniketan News)গত ২৯ মে মেয়াদ শেষ হয় সঞ্জয়ের। এর পর, ফের বিশ্বভারতীর নিজস্ব সংবিধান অনুযায়ী, কর্মসমিতির বর্ষীয়ান সদস্য, পল্লী সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁরও মেয়াদ শেষ হয়েছে। সেই মতো এবার ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিনয়কুমার। এই মুহূর্তে বিশ্বভারতীর কর্মসমিতির বর্ষীয়ান সদস্য তিনিই। বিশ্বভারতীর সংবিধান অনুযায়ীই তিনি দায়িত্ব গ্রহণ করলেন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে।
ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে বিনয়কুমারের নিযুক্তি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নোটিস জারি করেছেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব অশোক মাহাত। ২০২৩ সালের ৮ নভেম্বর থেকে এই নিয়ে তৃতীয় বার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বদল হলেও, স্থায়ী উপাচার্য কবে নিয়োগ করা হবে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়ারা।
আদিবাসী তথা সাঁওতাল জনজাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বভারতী সংলগ্ন বালিপাড়া, পিয়ার্সন পল্লীর মতো এলাকায় জনজাতি গ্রাম প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। তাঁর প্রতিষ্ঠা করা বিশ্বভারতী এবার প্রথম জনজাতি উপাচার্য পেল। বিশ্বভারতীতে কৃষি-অর্থনীতি পড়ান বিনয়কুমার।