শিবাশিস মৌলিক, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে বিতর্কের অন্ত নেই। যতই বাড়ে তরজা , পাল্লা দিয়ে বাড়ে মানুষের ভিড়। এবারও পুজোর থিম ঘোষণার শুরু থেকেই পুলিশের সঙ্গে প্রবল টানাপোড়েন তৈরি হয় পুজোর অন্যতম উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। এই আবহে শনিবার নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রার ডাক দিলেন সজল ঘোষ। রবিবার রাজ্য সরকার আয়োজিত দুর্গা প্রতিমার নিরঞ্জন কার্নিভাল। তার আগেই আজ, শনিবার বিসর্জন হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা। তার আগে বিজেপি কাউন্সিলর ও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো-উদ্যোক্তা তাঁদের প্রতিমা বিসর্জনের যাত্রাকে পরিবর্তন যাত্রা হিসেবে অভিহিত করলেন। বললেন, মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা, তার পরিবর্তন আসুক। 

Continues below advertisement

'অসুররাজ বন্ধ হোক'

উৎসবের আবহে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে তৈরি হয়েছিল প্রবল টানাপোড়েন। বারবার পুলিশের চিঠি পৌঁছেছে কমিটির কাছে। নানা বিধিও জারি করা হয়েছে। তারপরও বিতর্ক থামেনি। এবার কি পুজোর বিসর্জন নিয়েও কি সংঘাতের সাক্ষী থাকতে চলেছে রাজ্য়বাসী?  শনিবার নিরঞ্জন যাত্রায় পরিবর্তন যাত্রার ডাক দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। বললেন, 'এই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক। যেভাবে অসুররাজ চলছে...এখন ভ্যারাইটি টাইপ অফ অসুর। চাকরি খেকো অসুর, ধর্ষণকারী অসুর, বালি খেকো অসুর, কয়লা খেকো খোকা অসুর, এরকম বিভিন্ন অসুর, তোলাবাজ অসুর, বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এই অসুররাজ বন্ধ হোক।'

Continues below advertisement

পরিবর্তন যাত্রায় কাদের আহ্বান?

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর এবারের থিম ছিল 'অপারেশন সিঁদুর'। পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সজল ঘোষের দাবি, শনিবার বিসর্জনে অর্থাৎ পরিবর্তন যাত্রায় আহ্বান জানানো হয়েছে চাকরিহারা শিক্ষক থেকে, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য় সরকারি কর্মীদের। তিনি বললেন, 'আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি, যাদেরকে পুলিশ লাঠিপেটা করে চাকরিটা খেয়েছে। আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদের আহ্বান জানাই, যাদের ডিএ-টা সরকার দেয়নি। আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করেছি, যারা নীরবে চোখের জল ফেলছে।'যদিও সজলের এই মন্তব্যকে 'সস্তা পলিটিক্স' বললেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

' কার্নিভালের পাল্টা ডাক নয় ...'

রবিবার রাজ্য় সরকারের পুজো কার্নিভাল। তার একদিন আগে শনিবারই, পরিবর্তন যাত্রার মাধ্য়মে  সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। তবে সজল স্পষ্ট করে দেন, 'এটা কিন্তু কার্নিভালের পাল্টা ডাক নয় ... আমি শুধু শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত দা-কে বলব না। আমি আবেদন জানাচ্ছি সমস্ত রাজনৈতিক দলের কাছে। যারা মনে করেন অসুরশক্তির বিনাশটা আশু প্রয়োজন।