কলকাতা : সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে কেন্দ্র করে তোলপাড় পরিস্থিতি। কিছু আগেই সাংবাদিক বৈঠক করে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন ওই পুজোর মুখ তথা বিজেপি নেতা সজল ঘোষ। তৃণমূলের তরফে যার জবাব দিলেন দলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তিনি নিশানা শানিয়ে বলেন, "কিছু মানুষের যদি বিপদ ঘটে, তখন ওরাই বলবে, দেখেছ মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল, নিজেরাও রাজ্যে করতে পারেনি। আমাদের বিরোধীর পুজো বলে এটাতে মানুষকে মেরে দিল।"
এদিন সাংবাদিক বৈঠকে একাধিক অভিযোগ তোলেন সজল ঘোষ। তাঁর কথায়, "অপারেশন সিঁদুর অনেকের সহ্য হয়নি। গতকাল থেকেই অসহযোগিতার আভাস পাচ্ছি। সরকার, আদালতের সব নির্দেশ সব সময় মেনে চলি। পুলিশ বলেছে চালাতে দেব না নয়, চালানো যাবে না। পুলিশের সঙ্গে লড়াই করে পুজো করা সম্ভব নয়। পুলিশ বলছে, অডিও-ভিস্যুয়াল চালানো যাবে না।"
যার জবাবে দেবাংশু বলেন, "অপারেশন সিঁদুর কারো সহ্য হবে না কেন ? অপারেশন সিঁদুরকে তো গোটা দেশ স্বাগত জানিয়েছিল। সেটা নিয়ে কথা নয়। কথা হচ্ছে, আপনাদের প্রত্যেকের মনে থাকবে, দেশপ্রিয় পার্ক একবার একটা পুজো করেছিল। সেই পুজোর সঙ্গে তো রাজনৈতিক যোগাযোগ ছিল না। সজল ঘোষরা তো তখন ছিল না। দেশপ্রিয় পার্কে সবথেকে বড় দুর্গা করতে গিয়েও যখন চতুর্থী-পঞ্চমীর দিন দেখা গেল, বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ পদপিষ্ট হওয়ার জোগাড় হচ্ছে...তখন পুলিশ বাধ্য হয়েছিল গোটা পুজোটা বন্ধ করতে। এখানে শুধুমাত্র লাইট অ্যান্ড শো সাউন্ড নিয়ে বলা হয়েছে। আমি যেটুকু খবর পেয়েছি...এখনও পর্যন্ত। সন্তোষ মিত্র স্কোয়ার এমন একটা ভৌগলিক অবস্থানে অবস্থিত যেখানে শিয়ালদা স্টেশন থেকে যে ভিড়টা আসে...উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতা থেকে যে ভিড়টা আসে, সেটা...পরপর পুজো...একটা পুজো যদি এরকম হয় যেখানে ২-৪ মিনিট করে একটা শো চলবে, একটা ক্রাউড ওখানে স্টাক হয়ে থাকবে, সেক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাতে কিছু মানুষের যদি বিপদ ঘটে, তখন ওরা বলবে, দেখেছো মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল, নিজেরাও রাজ্যে করতে পারেনি। আমাদের বিরোধীর পুজো বলে এটাতে মানুষকে মেরে দিল। এই সমস্ত কথাবার্তা তো তখন বলবে।সবচেয়ে বড়কথা, আপনাদের যদি এতই রাজনৈতিক...নরেন্দ্র মোদির ছবি দিয়ে...দেখান অসুবিধা নেই, কিন্তু ট্রাম্পের ফোনকলটা কি রাখবেন ? ট্রাম্পও যে ফোন করে ধমকটা দিয়েছিল সেটাও তো অডিও-ভিজ্যুয়ালে আসা উচিত ছিল। যা হোক মানুষের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে আগে। সেটা দেশপ্রিয় পার্ক হোক বা সন্তোষ মিত্র স্কোয়ার...সেটা ম্যাটার করে না।"