সুনীত হালদার, হাওড়া: বড়সড় দুর্ঘটনা (Accident) এড়াল ওড়িশাগামী (Odisha) ইস্পাত এক্সপ্রেস (Ispat Express)। দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে (Santragachi Station) ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং খুলে যাওয়ায় বিপত্তি। সাঁতরাগাছি স্টেশন ছাড়ানোর পরেই ট্রেন থেকে ২টি কামরা আলাদা হয়ে যায়।                                                 


সেইসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।                                                                                                  


জানা যাচ্ছে, প্রথমটায় যাত্রীরা বুঝতেই পারেননি কী হয়েছে। কারণ ট্রেন ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে। সামনের দিকের বগির যাত্রীরা দেখতে পান, ট্রেনের ইঞ্জিন-সহ দুটি বগি ততক্ষণে এগিয়ে গিয়েছে বেশ কয়েক কিলোমিটার দূরে। বেশ কিছুক্ষণ রেললাইনের ওপরেই দাঁড়িয়েছিল ট্রেনটি। পরবর্তীকালে রেলের ইঞ্জিনিয়াররা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়।                       


আরও পড়ুন, প্রয়াত বাংলার প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী 


কাপলিং যুক্ত করে দুটো বগিকে সাঁতরাগাছি স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে। সেখানেই মেরামতি চলছে। রেলের তরফে যাত্রীদের উদ্দেশে মাইকিং করা হচ্ছে, ট্রেনটির মেরামতিতে আরও বেশ কিছু সময় লাগবে। যাত্রীরা মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ট্রেনের গতি বেশি থাকলে ভয়াবহ দুর্ঘটনার সম্ভবনা ছিল। তবে ট্রেনের গতি কম থাকায় বরাতজোরে রক্ষা পেলেন যাত্রীরা। এর আগেও একাধিকবার ট্রেনের কাপলিং খুলে দুর্ঘটনা ঘটেছে।


রেল সূত্রে আরও খবর, কীভাবে ঘটল দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যে খোঁজখবর শুরু হয়েছে। কাপলিং যারা করে সেই ট্রেন এক্সজামিনারদের গাফিলতির জেরে এই দুর্ঘটনা কি না তা খতিয়ে দেখছে রেল। তাঁদের ভূমিকা নিয়ে পরবর্তী সময় তদন্ত করা হবে বলেও খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, ট্রেনটিকে টেনে সাঁতরাগাছি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।