দক্ষিণ ২৪ পরগনা: দুর্নীতির সঙ্গে যোগ থাকলে পঞ্চায়েত প্রধানকে পদ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি। নব নির্বাচিত প্রধান ও উপপ্রধানদের কড়া হুঁশিয়ারি দেন সওকত মোল্লার। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে আলোচন সভায় হুমকি দেন ক্যানিং পূর্বের বিধায়ক। বৈঠকে উপস্থিত ছিলেন আরাবুল ইসলামও। সতর্ক করার পাশাপাশি সংগঠনকে মজবুত করারও নির্দেশ দিয়েছেন সওকত মোল্লা। 'চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন', পাল্টা মন্তব্য নৌশাদ সিদ্দিকির। 


এর আগেও একাধিকবার হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে হুঁশিয়ারির সুর। ভোটের ভাঙড়ে অশান্তির জন্য় এর আগে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা! তাঁর প্রশ্ন ছিল, ১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে ভাঙড়ে এখনও গুলি, বোমা চলছে? অন্যদিকে, এ দিনই ISF-এর বিরুদ্ধে খুনের চক্রান্তের চাঞ্চল্য়কর অভিযোগ করেন আরাবুল ইসলাম। পাল্টা জবাব দেন নৌশাদ সিদ্দিকি।


তৃণমূল বিধায়ক তাপস রায় যে দিন ভোট-হিংসার জন্য় পুলিশের ঘাড়ে দায় ঠেলেন, সে দিনই পুলিশের ভূমিকা নিয়ে মুখ খোলেন দলের আরেক বিধায়ক সওকত মোল্লা! পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে শুধুমাত্র ভাঙড়েই মৃত্যু হয়েছিল সাত জনের! যার মধ্য়ে তৃণমূলের কর্মী সমর্থক তিনজন। ISF-এর ৩ জন এবং একজন নিরীহ বাসিন্দা। ভাঙড়ের এই অশান্তির জন্য় বিরোধীরা যখন তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, তখন তাৎপর্যপূর্ণভাবে এ নিয়ে পুলিশের কোর্টে বল ঠেলেন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক সওকত মোল্লা!                                                                                                                                      


শুধু সওকত মোল্লা নন! এ দিন বিস্ফোরক অভিযোগ করেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামও! যাঁর বিরুদ্ধে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারা থেকে শুরু করে খুন অবধি নানা অভিযোগ ছিল! সেই আরাবুল ইসলামই এদিন ISF-এর বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তোলেন!                   


       


এ দিন রাতেও ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় ফের গুলি-বোমা চলে! ভাঙড়ে এই ভয়ের রাজত্ব কবে শেষ হবে, সেই উত্তরই খুঁজছে সাধারণ মানুষ।