কলকাতা : সারদা মামলায় (Saradha Case)ইডি-র (ED)বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন কুণাল ঘোষ। তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। ইডি সূত্রে খবর, গত ২৭শে অগাস্ট কুণাল ঘোষ (Kunal Ghosh)ও তাঁর সংস্থার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা পড়ে। ইডি-র দাবি, ২০শে সেপ্টেম্বর কুণাল ঘোষকে ইডি দফতরে তলব করা হয়। সূত্রের খবর, এদিন ইডি-র বিশেষ আদালতে কুণাল ঘোষের জামিনের বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। আদালতে তাঁর সওয়াল, সারদা কর্তা সুদীপ্ত সেনের মতোই কুণাল ঘোষ সাধারণ মানুষকে প্রতারণা করেন। জামিন পেলে তিনি প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন ইডি-র আইনজীবী। কুণাল ঘোষের আইনজীবীর তরফে দাবি করা হয়, সিবিআই-সহ সমস্ত মামলাতেই তিনি জামিন পেয়েছেন। তাই কুণাল ঘোষের জামিনের আবেদন মঞ্জুর করা হোক। 



আরও পড়ুন : ত্রিপুরায় ফের আক্রান্ত সিপিএম, সিটু নেতার বাড়ি ও শ্রমিক সংগঠনের অফিসে হামলা চালানোর অভিযোগ


সাড়ে সাত বছর আগে, ২০১৩-র নভেম্বরে সারদাকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের তৎকালীন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ৷ বিধাননগর কমিশনারেটের পুলিশ তাঁকে গ্রেফতার করলেও পরে সারদাকাণ্ডের তদন্তভার নেয় CBI। ২০১৬-র অক্টোবরে সেই মামলার অন্তর্বর্তী জামিন পান কুণাল। CBI-এর পাশাপাশি সারদাকাণ্ডের তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রে খবর, গত ২৭ অগাস্ট কুণাল ঘোষ ও তাঁর সংস্থা স্ট্রাটেজি মিডিয়া প্লাস কমিউনিকেশন বিরুদ্ধে চার্জশিট জমা দেয় তারা। পাশাপাশি আগামী ২০ সেপ্টেম্বর ইডি দফতরে তলব করা হয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। কিন্তু তার আগেই এদিন ED-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করেন কুণাল ঘোষ। সেই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান তিনি। 

আরও পড়ুন : ABP Exclusive: বায়োপিকের জন্য বরাদ্দ বিশাল বাজেট, সৌরভের পছন্দ হলেও কেন পিছিয়ে রণবীর সিংহ?


সোমবার কয়লাকাণ্ডে দিল্লিতে ইডি-র দফতরে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ED। এবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করল CBI। সোমবার তাঁকে CGO কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।