কলকাতা: রেড রোডের অনুষ্ঠান সেরে যোগমায়া দেবী কলেজে (Jogamaya Devi College) সরস্বতী পুজোর অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। ছাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ছাত্রীদের গান শোনেন মুখ্যমন্ত্রী। নিজেও ছাত্রীদের সঙ্গে গলা মেলান। কথা বলেন শিক্ষক, শিক্ষাকর্মীদের সঙ্গেও। বেশ খানিক্ষণ কাটানোর পর যোগমায়া দেবী কলেজ থেকে বেরিয়ে যান তিনি। যোগমায়া দেবী কলেজেরই ছাত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।                         

  


মাঘ মাসের শুক্লা পঞ্চমী। সকাল থেকেই বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা ৷ স্কুল,কলেজেও বাণী বন্দনার (Saraswati Puja 2023) আয়োজন। পুষ্পাঞ্জলির পর ফলপ্রসাদ, ভোগ বিতরণ, খুদেদের হাতেখড়ি ৷ বাসন্তী শাড়ি আর পাঞ্জাবিতে সেজে অঞ্জলি দিতে মণ্ডপে মণ্ডপে ভিড়৷ সব মিলিয়ে শ্রীপঞ্চমীতে রাজ্যজুড়ে উত্‍সবের আমেজ ৷ সরস্বতী ব্রহ্মার মানসকন্যা৷ তাঁর এক হাতে বীণা, অন্যহাতে বই ৷ ফুল-মিষ্টি-বেলপাতা-যব শিস আর দোয়াত-কলমেই বাগ্ দেবী তুষ্ট।                           


বাগদেবীর আরাধনা রাজ্যেজুড়ে: মাঘের শুক্লা পঞ্চমীতে বাগদেবীর আরাধনায় মেতেছে রাজ্য। রোজ যাঁদের রাজনীতির ময়দানে দেখা যায়, আজ তাঁরাই ধরা পড়লেন অন্য মুডে। মা সরস্বতীর আরাধনায় সামিল হয়েছেন দুঁদে রাজনীতিবিদরাও। সরস্বতী পুজোর অনুষ্ঠানে নিজের কলেজে হাজির হলেন মুখ্যমন্ত্রী। সময় কাটালেন ছাত্রীদের সঙ্গে। কারও বাড়িতেই বাণীবন্দনার আয়োজন, কেউ বা পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দিয়েছেন।                                                              


বালুরঘাটে নিজের বাড়িতে দেবী সরস্বতীর পুজো করলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার।এদিন বাগদেবীর সামনে নিজেই মেয়ের হাতেখড়ি দেন। বিজেপি নেতার কন্যার জন্য উপহার পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  টালিগঞ্জ তৃণমূল কংগ্রেস সাংস্কৃতিক শাখার উদ্যোগে বিজয়গড়ে সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত। মালা রায়ের মুদিয়ালির বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন। ১০০ বছরেরও পুরনো পুজো। উৎসবের মেজাজে তৃণমূল সাংসদ।                                                           


আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির