সৌমিত্র রায়, কলকাতা : সামনেই সরস্বতী পুজো। শাড়ি পরে সাজগোজের পরিকল্পনা রয়েছে অনেকেরই। প্রিয়জনের সঙ্গে রং মিলিয়ে শাড়ি, পাঞ্জাবিও পরবেন অনেকে। কিন্তু সেই সময় ঠান্ডা কেমন থাকবে? সোয়েটার, চাদর, জ্যাকেট কি পরতে লাগবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, সরস্বতী পুজোর সময় দিনের তাপমাত্রা বাড়লেও, বসন্ত পঞ্চমীতে শীতের আমেজ ভালই বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে। সকাল এবং সন্ধ্যায় হাল্কা ঠান্ডা উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। সন্ধে এবং রাতে শীতের আমেজ অনুভূত হলেও দিনের বেলায় সেভাবে ঠান্ডা দেখা মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। সরস্বতী পুজোর দিক ভোরের দিকে কুয়াশার প্রভাবও থাকবে। তবে হাল্কা পরিমাণে। বেলা বাড়লে কেটে যাবে কুয়াশা। আর সরস্বতী পুজোর দিন মোটামুটি রোদঝলমলে আবহাওয়াই থাকবে দিনের বেলায়। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
আজ ১৭ জানুয়ারি, ২০২৬ শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবং এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। রবিবার ১৮ জানুয়ারি ঘন কুয়াশার পরিমাণ সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সকালের দিকে হাল্কা থেকে মাঝারি মাত্রায় কুয়াশা ছিল রাজ্যের বিভিন্ন জেলায়। আগামীকাল থেকে বাড়বে কুয়াশার প্রভাব। দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি মাত্রায় কুয়াশার প্রভাব দেখা যাবে। মূলত বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জেলাতে থাকবে কুয়াশার প্রভাব। রবিবার কুয়াশার দাপট বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা - এই জেলাগুলিতে ঘন কুয়াশার আচ্ছাদন দেখা যাবে বিক্ষিপ্ত ভাবে। কলকাতা-সহ আশপাশের বাকি জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার প্রভাব বাড়বে।
আজ অর্থাৎ শনিবার থেকে সামান্য মাত্রায় বেড়েছে তাপমাত্রা। তবে উষ্ণতা কিছুটা বাড়লেও, আগামী ২৪ ঘন্টায় শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার থেকে বুধবারের মধ্যেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তাপমাত্রা। আর পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে পারদ।