কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : রাজ্যে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনা হলেও, বহু বেসরকারি স্কুলেই চলছিল পঠন পাঠন। কিন্তু বৃহস্পতিবারই সরকারি নির্দেশিকা আসে, শুক্রবার থেকে সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে  অফলাইনে ক্লাস। সেক্ষেত্রে বিকল্প পথ ছিল দুটি। হয় গরমের ছুটি এগিয়ে আনা, নয়ত অনলাইনে ক্লাস নেওয়া। এই পরিস্থিতিতে কলকাতার বেসরকারি স্কুলগুলির কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই নজর ছিল অভিভাবকদের। 



কী করছে শহরের অন্যান্য স্কুল? 
রুটিন মতো শুক্রবারও বহু পড়ুয়া স্কুলে গিয়েছে। স্কুলগুলি জানিয়ে দিয়েছে, আগামীকাল থেকে কীভাবে হবে স্কুল। শহরের বেশ কিছু স্কুলে আজও সশরীরে ক্লাস হয়েছে, যেহেতু আগে থেকেই পড়ুয়াদের রুটিন দেওয়া ছিল। অন্যদিকে শুক্রবার থেকেই অনলাইনে পড়ানো হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল (South point School ) , ডিপিএস রুবি পার্ক স্কুলে ( DPS Ruby Park)। কাল থেকে গরমের ছুটি পড়ে যাবে দক্ষিণ কলকাতার ফিউচার ফাউন্ডেশন স্কুলে (Future Foundation School) । কাল থেকে গরমের ছুটি  পড়ে যাচ্ছে জি জি বিড়লা স্কুলে (G D Birla School) । ছুটি নিয়ে আজই সিদ্ধান্ত নেবে মডার্ন হাইস্কুল ফর গার্লস (Modern High School ) , ডন বসকো পার্ক সার্কাস।

কেন স্কুল খোলা? প্রশ্ন সরকারের 
গরমের ছুটি নিয়ে সরকারি নির্দেশিকার পরও কেন স্কুল খোলা? সরকারের প্রশ্নের মুখে পড়ছে শহরের বিভিন্ন বেসরকারি স্কুল। সরকারি নির্দেশিকা অনুযায়ী গত ২ মে থেকেই গরমের ছুটি পড়ে গিয়েছে। হাঁসফাঁস গরমে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয় সরকার। এগিয়ে আনা হয় গরমের ছুটি। তবে তার কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। তাপমাত্রাও খানিক নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি বিচার করে বেশ কিছু বেসরকারি স্কুল চলছিল অফলাইনেই। কলকাতার পাশাপাশি জেলাতেও চলছিল স্কুল। গরমের ছুটি পড়ার দিনও চলে পরীক্ষা।


কী করবে কলকাতার বাকি বেসরকারি স্কুল? জানা যাবে আজই