কলকাতা: করোনা পরিস্থিতিতে (Covid19) দীর্ঘদিন ধরে বন্ধ ছিল রাজ্যের স্কুল-কলেজগুলি। আজ অবশেষে দীর্ঘদিন পর খুল রাজ্যের স্কুল (School), কলেজ (College), বিশ্ববিদ্যালয়গুলি (University)। কোভিড সংক্রমণের (Coronavirus) আশঙ্কার মধ্যে কত সংখ্যক ছাত্র-ছাত্রী স্কুল, কলেজে আসবে, তা নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছিল। কিন্তু দিনের শেষে রাজ্য সরকারের পক্ষ থেকে যে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির যে সংখ্যা জানানো হয়েছে, তা চোখে পড়ার মতো। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রথমদিনই নজরকাড়া উপস্থিতি ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ৮৫ শতাংশ। অন্যদিকে কলেজগুলিতে ৭৮ শতাংশ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল। আর স্কুলগুলিতে ৭২ শতাংশ পড়ুয়া উপস্থিত ছিল প্রথম দিনই।
আরও পড়ুন - WB School Reopen: ফুল দিয়ে পড়ুয়াদের স্বাগত, করোনা বিধি মেনে ক্লাস শুরু হলদিয়ায়। Bangla News
দীর্ঘদিন বাদে আজ খুলল স্কুল (School Reopen)। তবে আপাতত নবম (Class 9) থেকে দ্বাদশ শ্রেণির (Class Twelve) ক্লাস শুরু হল। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সূত্রে খবর, নবম ও একাদশের ক্লাস শুরু সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১টায় শুরু। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হল পড়ুয়াদের। সরকারি আর্জি মেনে ফুল বা পেন দিয়ে অভ্যর্থনা জানানো হল পড়ুয়াদের। করোনাক্লিষ্ট ঘরবন্দি পড়ুয়ারা ফের পা রাখল শিক্ষাঙ্গণে। আপাতত শুরু হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস।
আরও পড়ুন - School Reopen: যাদবপুর বিদ্যাপীঠে প্রথম দিনই ৯৮ শতাংশ হাজিরা পড়ুরাদের । Bangla News
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে আগেই জানা গিয়েছিল, নবম ও একাদশের ক্লাস শুরু হবে সকাল ১০টায়। দশম ও দ্বাদশের ক্লাস শুরু হবে ১১টায়। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে হাজির হতে হবে পড়ুয়াদের। দীর্ঘদিন গৃহবন্দি থাকার পর, স্কুলে পড়ুয়ারা। তাদের জন্য বিশেষ ব্যবস্থা করারও উদ্যোগ নেওয়া হয়েছে।