নয়া দিল্লি: রীতিমতো জ্বলন্ত পরিস্থিতি মরুভূমিতে। একে বালুরাশি, তার ওপর তপ্ত রোদ। সবে মিলে এক মারাত্মক গরমের আবহাওয়া তৈরি হয়েছে রাজস্থানে (Rajasthan)। শনিবার রেকর্ড তাপমাত্রা (Temperature) পেরিয়েছে রাজস্থানে। ধোলপুরে শনিবার তাপমাত্রা ছিল ৪৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড, যা সে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। 


তবে শুধু ধোলপুরে নয়, দিনের বেলায় রাজ্যের অনেক জায়গায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছিল। মৌসম ভবনের তথ্য অনুসারে, গঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস, জয়সলমীরে ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস, পিলানিতে ৪৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সাঙ্গারিয়া (হনুমানগড়) এবং ফলোদিতে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, চুরু ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াস, ৪৫ ডিগ্রি সেলসিয়াস এবং বারাকানে ৪ ডিগ্রি সেলসিয়াস।                                                                    


আরও পড়ুন, শেষ ৪০ দিনের লড়াই, রামপুরহাট অগ্নিকাণ্ডে মৃত্যু আরও এক মহিলার 


রাজ্যের রাজধানী জয়পুরে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-তিন দিনের মধ্যে রাজ্যে তাপপ্রবাহের অবস্থা অব্যাহত থাকবে। বিভাগটি বলেছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ও পশ্চিম রাজস্থানের কিছু এলাকায় ২ থেকে ৩ মে হালকা বৃষ্টি হতে পারে। 


অন্যদিকে, তীব্র গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখী। বাঁকুড়ায় হল শিলাবৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত। আগামী সপ্তাহের শুরুর দিকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা।