শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : দিনহাটায় ধুন্ধুমার পরিস্থিতি।  বেনজির ধস্তাধস্তি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ( Nisith Pramanik ) ও উত্তরবঙ্গ উন্নয়মন্ত্রী উদয়ন গুহর ( Udayan Guha )। এদ্দিন ছেল চোখা চোখা বাক্যবাণ। একে অপরকে কথার শক্তিশেলে বিদ্ধ করা। লোকসভা ভোটের আবহে এবার সদা যুযুধান দুই পক্ষের মেজাজ আরও চরমে। এতটাই তীব্র সে বিরোধিতা যে একেবারে রাস্তায় নেমে এল নিশীথ-উদয়নের বিবাদ। দুই মন্ত্রীর সংঘাতে তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি। আর বাগযুদ্ধ নয়, প্রকাশ্য রাস্তায় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ! নিশীথের দিকে তেড়ে গেলেন উদয়ন। সামলাতে হিমশিম খেল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। মাথা ফাটল এক তৃণমূলকর্মীর। টায়ার জ্বালিয়ে অবরোধ করল বিজেপি।  

মঙ্গলের রাতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কনভয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা নিশীথ অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করল তৃণমূল। বেনজির অশান্তির মধ্যে মাথা ফাটল খোদ এসডিপিও-র। বিজেপির সঙ্গে সংঘর্ষে মাথা ফাটল এক তৃণমূলকর্মীরও। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত লাঠি চার্জ করতে হল পুলিশকে। 


এদিন রাতে নিগমনগর থেকে প্রচার সেরে ভেটাগুড়িতে ফিরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর জন্মদিন উপলক্ষ্যে এদিনই আবার দিনহাটা শহরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। আর তার মধ্যেই এই অশান্তি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান জেলাশাসক, পুলিশ সুপার ও কোচবিহার লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার। দিনহাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর সঙ্গে ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে কোচবিহার শহরের মরাপোড়া চৌপথীতে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। 


এই ঘটনার পর আজ, বুধবার ২৪ ঘণ্টা দিনহাটা বন‍্ধের ডাক দেয় তৃণমূল। বুধবারই এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। সকাল থেকেই থমথমে বৃষ্টি-ভেজা দিনহাটা।   অন্যদিকে দিনহাটাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট চাইলেন ক্ষুব্ধ রাজ্যপাল।  সকাল থেকে সরকারি-বেসরকারি কোনও বাসই চলছে না। কাজে বেরিয়ে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দোকানপাটও খোলেনি, বাজারও বন্ধ। সব মিলিয়ে শাসকদলের ডাকা বন‍্ধের জেরে নাজেহাল দিনহাটার বাসিন্দারা।  


আরও পড়ুন : 


Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ