অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সেক্টর ফাইভ (Sector V) থেকে শিয়ালদা (Sealdah) পর্যন্ত চাকা গড়াতেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ। মেট্রো সূত্রে খবর, এর ফলে কমবে ক্ষতির বোঝা। পুরো রুট চালু হয়ে গেলে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা মেট্রো কর্তৃপক্ষের।
যাত্রী বাড়ল প্রায় ১০ গুণ: বৃহস্পতিবারই ইতিহাসের সাক্ষী হয়েছে শিয়ালদা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) মানচিত্রে জুড়ে গিয়েছে এই স্টেশন। প্রথম দিনই শিয়ালদা স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয় দিনে সেই ভিড় আরও বাড়ল। ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, এক দিনেই ১০ গুণ বেড়ে গিয়েছে যাত্রী সংখ্যা। বুধবার সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত সারা দিনে মেট্রোর যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৩৭৬। বৃহস্পতিবার সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রো চড়েছেন ৩১ হাজার ৩৭ জন। শুধু শিয়ালদা থেকে মেট্রো ধরেছেন ১২ হাজার ৬৮১জন যাত্রী। বৃহস্পতিবার সারা দিনে টিকিট বিক্রি থেকে মেট্রোর (Kolkata Metro) আয় হয়েছে ৭ লক্ষ ৭১হাজার ১৮২টাকা।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (Chief Public Relations Officer) একলব্য চক্রবর্তী বলেন, “প্রায় ১০ গুণ বেড়েছে। ভবিষ্যতে ৫০ হাজার হবে বলে আশা।’’ ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, বর্তমানে ১ টাকা রোজগার করতে ৬ টাকা খরচ করতে হয়। শিয়ালদা মেট্রো চালুর পরই যে লাভের মুখে দেখা যাবে, এমনটা নয়। তবে ক্ষতির বোঝা কমবে। পুরো রুটে মেট্রো চালু হয়ে গেলে এই ছবিটা আরও আশাব্যঞ্জক হবে বলে মনে করছেন মেট্রো কর্তারা। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা মেট্রো চালু হওয়ায় যখন আশার আলো দেখছেন মেট্রো কর্তারা তখন, যাত্রী সংখ্যা নিয়ে হতাশ অটোচালকরা। রবিবার বাদে প্রতিদিন শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত চলবে ১০০টি ট্রেন। মেট্রো কর্তৃপক্ষের আশা, আগামী বছর ইস্ট-ওয়েস্ট মেট্রোর মানচিত্রে জুড়ে যাবে হাওড়াও।
আরও পড়ুন: Kolkata News: সবুজ বাঁচাতে উদ্যোগ, সাদার্ন অ্যাভিনিউয়ে গাছ কাটায় হস্তক্ষেপ স্থানীয়দের