কলকাতা: গতকালই রাজ্যে ৩ হাজাপ পেরিয়ে গিয়েছে করোনা সংক্রমিতের সংখ্যা। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩,০৬৭ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ২০,৬৫,৩৬০ জন। পাশাপাশি এই ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৮৭৫ জন। সরকারি হিসেবে এই সময়পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। গতকালও করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছিল। আজ রাজ্য়ে পজিটিভিটি রেট ১৯ দশমিক পাঁচ চার শতাংশ।
একনজরে গতকালের পরিসংখ্যান
- আক্রান্ত ৩,০২৯ জন
- করোনায় মৃত্যু ৫ জনের
- উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৭৩২ জন
- কলকাতায় আক্রান্ত ৫৭৪ জন
- করোনামুক্ত হয়েছেন ১,৬৬৪ জন
দেশের করোনা পরিসংখ্যান: দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ১৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৬০৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ১০ হাজার ২৭। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৬৫ হাজার ৯৫২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ১২ লক্ষ ৯৩৩।
বুস্টার ডোজ: দেশে আজ থেকে চালু হল ১৮ বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে করোনার বুস্টার ডোজ। ৭৫ দিন এই ডোজ বিনামূল্যে দেওয়া হবে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য প্রকল্পের তদারকি করেন।