হিন্দোল দে, কলকাতা: শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার ৩ রোহিঙ্গা। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার। গতকাল রাতে তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ টিকিট পরীক্ষকদের। দুই নাবালিকা-সহ ৩ জনকে আটক করে GRP। ধৃতরা মায়ানমারের বাসিন্দা, তাদের কাছে বৈধ নথি মেলেনি।
ঠিক কী ঘটেছে ?
শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে গ্রেফতার হলেন ৩ রোহিঙ্গা। গতকাল রাতে এদের ঘোরাঘুরি করতে দেখে টিকিট পরীক্ষকদের সন্দেহ হয়। দুই মহিলা-সহ ৩ জনকে GRP আটক করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মায়ানমারের বাসিন্দা। তাদের কাছে বৈধ নথি মেলেনি। দিল্লি যাওয়ার জন্য মায়ানমার থেকে কলকাতায় এসেছিলেন ৩ রোহিঙ্গা। কীভাবে ওই রোহিঙ্গারা ভারতে ঢোকেন এবং কলকাতায় আসেন, কী উদ্দেশ্যে দিল্লি যাচ্ছিলেন, খতিয়ে দেখছে শিয়ালদা GRP। শিয়ালদা আদালতে পাঠানো হবে তাঁদের এমনটাই খবর।
আরও পড়ুন, পুলিশকে গুলি করে উধাও বিচারাধীন বন্দি সাজ্জাক নিহত, সীমান্তে পালানোর চেষ্টার সময়ই তুলকালাম
প্রসঙ্গত, কিছুদিন আগে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে বলেছিলেন, একদিকে যখন বাংলাদেশি রোহিঙ্গাদের নিয়ে দিল্লি, অসম, ত্রিপুরা পুলিশ তৎপরতা দেখাচ্ছে, তখন বাংলায় তাদের অনুপ্রবেশকে স্বাগত জানাচ্ছেন তৃণমূল নেতারা।
বিরোধী দলনেতার পোস্ট, রাজধানী থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের তাড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি, অসম ও ত্রিপুরা পুলিশও অনুপ্রবেশকারীদের ধরছে। গত ৫ মাসে ৫৭০ জনের বেশি বাংলাদেশের নাগরিক ও ৬৩ জনের বেশি রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। অন্যদিকে, এ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর-হাকিমপুর সীমান্তের ভিডিওটি দেখুন, সেখানে স্থানীয় তৃণমূল নেতারা প্রতিদিন অন্তত ১০০ জন অনুপ্রবেশকারীকে স্বাগত জানাচ্ছেন। যেখানে স্বরূপনগরে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারহীন ৪২ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার ৩২ কিলোমিটার স্থল সীমানা আর ১০ কিলোমিটার নদী সীমানা। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে চাননি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে