সত্যজিৎ বৈদ্য, কলকাতা : দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পরপর ট্রাককে ধাক্কা মারে লরি। লরির ধাক্কায় একটি ট্রাকের চালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে।
কী করে দুর্ঘটনা ?
শুক্রবার রাত তখন সাড়ে ১১টা। সেই সময় দ্বিতীয় হুগলি সেতুর মাঝখানের ডিভাইডার ভেঙে পণ্যবোঝাই লরি ঢুকে পড়ে উল্টো দিকের রাস্তায়। উল্টো দিকের লেনে ঢুকে পড়ায় যত বিপত্তি । মুখোমুখি সংঘর্ষ হয় একাধিক গাড়ির। দুটি পণ্যবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনায় লরি চালকের মৃত্যু হয়। জখম হন আরও দুই জন। তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে দুর্ঘটনার জেরে সংশ্লিষ্ট লেন বন্ধ থাকায় যান চলাচল বিঘ্নিত হয়। পণ্যবোঝাই লরিতে থাকা প্রচুর সিমেন্টের বস্তা রাস্তা ছড়িয়ে পড়ে। পরে রাস্তা পরিষ্কার ও দেহ উদ্ধারের কাজে হাত লাগান উদ্ধারকারীরা।
মা উড়ালপুলে দুর্ঘটনা -
চলতি মাসেই দুর্ঘটনার ঘটনা ঘটে মা উড়ালপুলে। চোখের সামনে ঘটে যায় ভয়াবহ ঘটনা। আতঙ্কিত হয়ে পড়েন বাইক আরোহী। তাঁর সহযাত্রী ছিটকে পড়েন উড়াল পুলের নীচে। প্রায় ৮০ ফুট নীচে।
অফিস টাইমে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। উড়ালপুলের গার্ডওয়াল টপকে প্রায় ৮০ ফুট নীচে ছিটকে পড়ে যান মোটরবাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সকাল সাড়ে ৮টা নাগাদ তিলজলা ট্রাফিক গার্ডের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ইএম বাইপাসের দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে মা উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারেন বাইক চালক। উড়ালপুলের ওপর থেকে ছিটকে নীচে পড়ে যান চালকের পিছনে বসা যুবক। বাইক চালকের দাবি, ওভারটেক করা আরেকটি বাইককে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ জানতে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ।
এই প্রথম নয় ২০১৯ এও অনুরূপ একটি দুর্ঘটনা ঘটেছিল এই উড়ালপুলেই। সেবার মা উড়ালপুলের যে ব়্যাম্পটি এজেসি বোস রোড হয়ে হেস্টিংস থানার দিকে নামে, সেখানে ঘটে এমন দুর্ঘটনা। এক বাইকআরোহী ধাক্কা মারেন উড়ালপুলের গার্ডওয়ালে। পেছনের আরোহী ছিটকে পড়ে যান নিচে, একেবারে রেলিং টপকে। বাইক আরোহীও ভয়াবহ জখম হন। কেন এই মা উড়ালপুলে বারবার ঘটে দুর্ঘটনা , উঠছে প্রশ্ন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।