আজ ভোর ৫টা থেকে ৪ ঘণ্টা, রবিবার দুপুর ৩টে থেকে ৫ ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু । কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, মেরামতি এবং সংস্কারের কাজের জন্য় শনিবার ভোর ৫টা থেকে এই যান নিয়ন্ত্রণ শুরু হয়েছে। সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু । আবার রবিবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত ব্রিজে যাবতীয় যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুসারে, ১১/১০/২৫ (শনিবার) সকাল ০৫:০০ টা থেকে ০৯:০০ টা পর্যন্ত এবং ১২/১০/২০২৫ (রবিবার) বিকাল ০৩:০০ টা থেকে ০৮:০০ টা পর্যন্ত: ১১/১০/২৫ (শনিবার) সকাল ০৫:০০ টা থেকে ০৯:০০ টা পর্যন্ত এবং ১২/১০/২০২৫ (রবিবার) বিকাল ০৩:০০ টা থেকে ০৮:০০ টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং এর র্যাম্প ধরে সকল ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় ওই নির্দিষ্ট সময়ে সমস্ত গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে যে সমস্ত গা়ড়ি আসবে, সেগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে ওই সমস্ত গা়ড়ি হাওড়া ব্রিজ ধরতে পারবে। অন্য়দিকে, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
- জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব ধরনের যানবাহনকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে কে.পি. রোড ব্যবহার করতে হবে।
- J&N Island দিক থেকে কে.পি. রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব ধরনের যানবাহনকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং এর দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
- খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব ধরনের যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে বাম মোড় নিয়ে সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে
- ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্টে র্যাম্প দিয়ে বিদ্যাসাগর সেতুতে আসা সকল ধরনের যানবাহনকে কে.পি. রোডের ওয়াই-পয়েন্ট ব্যবহার করতে হবে। হাওড়া ব্রিজ যেতে কেপি রোড রেড রোড ব্যবহার করার জন্য ১১ ফার্লং গেটের দিকে রাস্তা ব্য়বহার করতে হবে। প্রয়োজনে যানবাহন চলাচলও প্রধান রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।