সুজিত মণ্ডল, সন্দীপ সমাদ্দার, হংসরাজ সিংহ, নদিয়া ও পুরুলিয়া : মঙ্গলবার দুপুর পৌনে দুটো নাগাদ খাস পুরুলিয়া শহরে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের (senco gold showroom) শোরুমে ডাকাতদল চড়াও হয়। ঠিক তার ৪৫ মিনিট পর একই ঘটনা ঘটে রানাঘাটে। ১২ নম্বর ওয়ার্ডের চাবিগেট এলাকায় সেনকোর শোরুমে হানা দেয় ডাকাতের দল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, জোড়া ডাকাতির নেপথ্যে কি রয়েছে একই গ্যাং? (gold dacoity)
ঘটনার পর এখনও থমথমে নদিয়ার রানাঘাট। সাড়ে ১৩ কোটির মধ্যে প্রায় ৫ কোটি টাকার গয়না এখনও উদ্ধার হয়নি বলে কর্তৃপক্ষের দাবি। এর মধ্যেই দুষ্কৃতীদের সম্পর্কে এল গুরুত্বপূর্ণ তথ্য । পুলিশ সূত্রে খবর, কল্যাণী বি ব্লকের একটি বাড়িতে প্রায় মাস দেড়েক ধরে ভাড়া নিয়ে থাকতো দুষ্কৃতীরা। কল্যাণীর বাড়ির মালিককে এদিন রানাঘাট থানায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে দাবি, বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পেরেছেন, রেলের অস্থায়ী কর্মী পরিচয় দিয়ে ঘর ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা।
এদিকে পুজোর মুখে কাজ হারানোর আশঙ্কায় কালো ব্যাজ পরে, পোস্টার নিয়ে অবস্থানে বসেছেন শোরুমের কর্মীরা। প্রশাসন দ্রুত গয়না উদ্ধার করে দোকান চালু করার ব্যবস্থা করুক, এই দাবিতেই অবস্থান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ রানাঘাটের ১২ নম্বর ওয়ার্ডে ভরদুপুরে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে হানা দেয় ডাকাতরা। তারপর থেকে দোকানেই রয়েছেন কর্মীরা। অন্যদিকে, মঙ্গলবার পুরুলিয়া শহরেও সেনকো-র শোরুমে ডাকাতি হয়। দুটি ডাকাতির মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, জানতে এদিন পুরুলিয়া থেকে রানাঘাটে আসেন দুই পুলিশ আধিকারিক।
পুরুলিয়া শহরের নামোপাড়ায় ওই একই সংস্থার শো-রুমে ভয়াবহ ডাকাতির পর আতঙ্কিত হয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। এর মধ্যেই হাতে এসেছে সিসি ক্যামেরার ছবি। ডাকাতরা সোনার দোকানের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ভেঙে দিলেও, পাশেই নির্মীয়মাণ প্রকল্পে লাগানো সিসি ক্যামেরায় তাদের চম্পট দেওয়ার ছবি ধরা পড়েছে।
স্থানীয় সূত্রে খবর, দুটি মোটরসাইকেলে ৬ জন এসেছিল। ফুটেজে দেখা যাচ্ছে, একটি মোটরসাইকেলে ৩ জন রয়েছে। মাঝের জনের হাতে লাল রঙের ব্যাগ, একদম পিছনের জনের মাথায় হেলমেট ছিল। এদিন ঘটনাস্থলে যান বাঁকুড়া রেঞ্জের IG ভরতলাল মিনা। মঙ্গলবার দুপুর পৌনে ২টো নাগাদ পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দোকানে চড়াও হয় ডাকাতরা। প্রায় ৮ কোটি টাকার গয়না লুঠ হয়েছে বলে দাবি করেছে সেনকো কর্তৃপক্ষ। একইসঙ্গে নদিয়ার রানাঘাটেও সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি হয়। ওই ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় এক কোটি টাকার গয়না।