অরিত্রিক ভট্টাচার্য, হাওড়া: ট্রেনযাত্রায় ফের ভোগান্তির আশঙ্কা। রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ চলবে হাওড়া ডিভিশনে। আর সেই কারণে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। হাওড়ার বিভিন্ন শাখায় ইঞ্জিনিয়ারিং, ওভারহেড সরঞ্জাম ও সিগনালের রক্ষণাবেক্ষণ চলবে। সেই কারণে রবিবার একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। অন্য দিকে, রেললাইনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্যও ব্যান্ডেল-কাটোয়া রুটে বেশ কিছু পদক্ষেপ করছে পূর্ব রেল। (Train Cancellations in Howrah Division)
রবিবার, অর্থাৎ ২ নভেম্বর কোন কোন ট্রেন বাতিল থাকছে, তার তালিকাও প্রকাশ করেছে পূর্ব রেল, যেগুলি হল-
হাওড়া থেকে 37055, 37249, 37363, 36823.
ব্যান্ডেল থেকে বাতিল হয়েছে 37246, 37749.
বর্ধমান থেকে 36834.
শেওড়াফুলি থেকে 37056.
আরামবাগ থেকে 37364, 37396.
কাটোয়া থেকে 37748.
গন্তব্যে সাময়িক কাটছাঁটও করা হয়েছে, যেমন-
37365 হাওড়া-আরামবাগ লোকাল তারকেশ্বর পর্যন্তই যাবে।
একাধিক ট্রেনের সময়সূচিও বদল হয়েছে-
53009 কাটোয়া-আজিমগঞ্জ লোকাল দুপুর ১২টার পরিবর্তে ১২.৩০টায় কাটোয়া থেকে ছাড়বে।
12338 বোলপুর-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস দুপুর ১টা বেজে ১২ মিনিটের পরিবর্তে দুপুর ১টা বেজে ৫০ মিনিটে ছাড়বে।
পাশাপাশি, 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস ২৫ মিনিট দেরিতে ছাড়বে।
পাশাপাশি, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য 37111/37112 হাওড়া-বেলুড় মঠ-হাওড়া EMU লোকালের পরিষেবা ৩ নভেম্বর থেকে পরবর্তী ২০ দিনের জন্য বাতিল করা হয়েছে।
পাশাপাশি, পূর্ব রেল জানিয়েছে, রেললাইনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া সেকশনের আপ লাইনে, ধাত্রীগ্রাম স্টেশন লিমিট এবং সমুদ্রগড় রেল স্টেশনের মধ্যে ১২ দিন, ১৬ অক্টোবর থেকে ২২ নভেম্বরের মধ্যে ২৪০ মিনিট করে (০২.০৫ থেকে ০৬.০৫ পর্যন্ত) ট্রাফিক ও পাওয়ার ব্লক চললবে বলে আগে জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত আংশিক ভাবে বদল করা হয়েছে। ঠিক হয়েছে, ৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে সাত দিন ওই রুটে ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
এর ফলে, আগামী ৪, ৭, ১১, ১৪, ১৮, ২১ এবং ২৫ নভেম্বর 37741/37742 ব্যান্ডেল-কাটোয়া-ব্যান্ডেল EMU লোকাল বাতিল থাকবে।
সময়সূচি বদল করা হয়েছে 37743 ব্যান্ডেল-কাটোয়া EMU লোকাল ট্রেনের। সেটি ব্যান্ডেল স্টেশন থেকে সকাল ৪.টের পরিবর্তে ৫টা বেজে ২০ মিনিটে ছাড়বে। (Howrah Division Trains Cancelled)
ইস্টার্ন রেল জানিয়েছে, সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন পরিষেবা প্রদান করতেই রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে জোর দেওয়া হচ্ছে। এতে যাত্রীরা যে অসুবিধা পড়বেন, তার জন্য দুঃখও প্রকাশ করা হয়েছে তাদের তরফে। সংশ্লিষ্ট স্টেশনের নিয়ম কানুন মেনে চলতে বলা হয়েছে যাত্রীদের।