সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বাঁকুড়ার (Bankura) পর এবার মেদিনীপুর (West Midnapore)। তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality) প্রাক্তন কাউন্সিলর-সহ বেশ কয়েকজন কর্মী। দুর্নীতির কারণেই শাসকদল ছাড়ছেন নেতা, কর্মীরা, দাবি কংগ্রেসের। টিকিট না পেয়ে দলত্যাগ বলে দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 

মেদিনীপুর পুরসভার (Midnapore Municipality)  ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুলের কথায়, আরও যোগদান চলবে। আগামী দিন কংগ্রেস যোগদান মেলা করবে।একুশের বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় যোগদান মেলার য়োজন করেছিল বিজেপি।

সে সময় তৃণমূল (TMC), সিপিএম (CPM), কংগ্রেস থেকে অনেকেই যোগদান করেছিল গেরুয়া শিবিরে (BJP)। আর এবার কর্ণাটকে বিপুল জয় পেয়েছে কংগ্রেস (Congress)। গত ৫ মাসে ২ রাজ্য পদ্ম ছেড়ে হাত ধরেছে কংগ্রেসের।  যার ফলে উজ্জীবিত বাংলার কংগ্রেস কর্মী সমর্থকরা। 

এবার যোগদান মেলা আয়োজনের কথা ঘোষণা করল কংগ্রেসও। ইতিমধ্যেই জেলায় জেলায় কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। বাঁকুড়ার পর এবার পশ্চিম মেদিনীপুর। তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন মেদিনীপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর-সহ বেশ কয়েকজন কর্মী। 

রবিবার মেদিনীপুর শহরের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল-সহ জেলাস্তরের একাধিক নেতা। 

মেদিনীপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুলের কথায়, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর যোগ দিয়েছে। তৃণমূল বিজেপির (BJP) আঁতাতে অতিষ্ঠ হয়ে যোগদান। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এরা জায়গা হারিয়েছিল

মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষের কথায়, টিকিট পায়নি বলে দলবদল। যার বেশিরভাগই তৃণমূল করে বলে দেখেনি। চলতি মাসের শেষে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে পশ্চিম মেদিনীপুরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার আগে মেদিনীপুরে তৃণমূলে ফাটল ধরাল কংগ্রেস। 

পূর্ব মেদিনীপুরেও ভাঙন দেখা গিয়েছে ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল একাধিক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল ইয়াসিন মল্লিক, শেখ মৈজ্জুদিন ও শেখ আলফাজুদ্দিন- সহ কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। বৃহস্পতিবার বিকেলে কসবাগোলাতে তাঁদের দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র। তিনি বলেন, 'অন্য দল থেকে শতাধিক কর্মী স্বেচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে শয়ে শয়ে মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন।' 

কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও এগরার বিধায়কের গড়ে তৃণমূলে এমন ভাঙনের ঘটনায় আলোচনা শুরু হয়েছে জেলায়। এ দিনই এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বহলিয়াতে শতাধিক তৃণমূল কর্মী দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। 

বারবার ভাঙন?কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানেও ১১ দিনে ৪ দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ৭০০ তৃণমূল কর্মী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে বেশ কয়েকজন কর্মী যোগ দিয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি। শুধু কোচবিহারই নয়, তৃণমূলে ভাঙনের ছবি দেখা গিয়েছে বীরভূমেও।