রুমা পাল, কলকাতা: লাগাতার মূল্যবৃদ্ধির মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘভাতার ঘোষণা করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ আরও ৩১ শতাংশ বেড়ে হল ৩৪ শতাংশ। রাজ্য সরকারের কর্মচারীদের সঙ্গে ডিএ-র ফারাক বেড়ে হল ৩১ শতাংশ। কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনে নামছে একাধিক কর্মী সংগঠন।


মহার্ঘ ভাতার ফারাক: তেলের দাম যখন জ্বালা বাড়াচ্ছে, তখন ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা DA বাড়াল মোদি সরকার। মহার্ঘ ভাতা ৩১ শতাংশ থেকে বেড়ে হল ৩৪ শতাংশ। অর্থাৎ, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৩৪ শতাংশ DA পাবেন। তার ফলে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক আরও বেড়ে হল ৩১ শতাংশ।


আন্দোলনের হুঁশিয়ারি: এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে DA- দেওয়ার দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে একাধিক কর্মী সংগঠন। বুধবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৈঠকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, ৩ শতাংশ DA বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  চলত বছরের পয়লা জানুয়ারি থেকে এরিয়ার-সহ মিলবে DA। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যত বাড়ছে, ততই কেন্দ্রের নিরিখে পিছিয়ে পড়ছেন রাজ্য সরকারের কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারের কর্মীদের এই মুহূর্তে DA যেখানে ৩৪ শতাংশ,  সেখানে রাজ্য সরকারের কর্মীদের DA মাত্র ৩ শতাংশ যা গত বছরের পয়লা জানুয়ারি মেলে। অর্থাৎ ফারাক বেড়ে হল ৩১ শতাংশ।


বকেয়া DA নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কর্মচারী সংগঠনগুলির দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছয়। এই প্রেক্ষাপটে, কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নামছে কর্মী সংগঠনগুলি। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, “দু’দিনের ধর্মঘটের মধ্যে এই দাবিও ছিল। আজ ঘোষণা করল। মে মাস এলে আমরা আন্দোলনে নামব। সবাইকে আবেদন জানাচ্ছি।‘’কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়, “আমরা ২০২০ সালে পেয়েছিলাম। তারপর কোনও ডিএ দেয়নি রাজ্য সরকার, হাইকোর্টে বলেছিল আমাদের প্রাপ্য।‘’


যদিও তৃণমূল প্রভাবিত সরকারি কর্মীদের সংগঠন, DA নিয়ে রাজ্যের পাশে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন আহ্বায়ক দিব্যেন্দু রায় বলেন, “কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তো নিরাপত্তাহীনতায় ভোগেন, বাংলায় এই সমস্যা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, ওনার কথায় ভরসা রাখছি।’’ বর্ধিত DA দেওয়ার ফলে উপকৃত হবেন, প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনপ্রাপক। এর জন্য খরচ হবে ৯ হাজার ৫৪৪ কোটি টাকা।


আরও পড়ুন: Calcutta Medical College: সচল হৃদযন্ত্র, নেই পালস, বিরল রোগের চিকিৎসায় সাফল্য কলকাতা মেডিক্যাল কলেজে