কলকাতা: দুর্ঘটনা না পরিকল্পিত হামলা? ন্যাজাটকাণ্ডে পরতে পরতে রহস্য। কোর্টে যাওয়ার সময় শেখ শাহজাহান-মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা। দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান-মামলার সাক্ষী, ছেলে-গাড়ি চালকের মৃত্যু। দুর্ঘটনা ঘিরে বাড়ছে রহস্য, আগেই পারমিট ও ফিটনেস ফেল ঘাতক গাড়িটির। 

Continues below advertisement

পারমিট ও ফিটনেস ফেল হওয়ার পরেও কীভাবে চলছিল গাড়িটি?শাহজাহান-মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা ট্রাকের। ২ নভেম্বর ট্রাকের ফিটনেস ফেল। ১৪ অক্টোবর ট্রাকের পারমিট ফেল। এরপরও কীভাবে রাস্তায় এই গাড়ি, এই প্রশ্নই উঠছে। 

এদিন সকাল সরবেড়িয়া থেকে বসিরহাট কোর্ট যাওয়ার সময় দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, প্রাণে বাঁচলেন সাক্ষী, ছেলে-গাড়ি চালকের মৃত্যু। হাইওয়েতে ট্রাকের ধাক্কা, নিহত সত্যজিৎ ঘোষ, গাড়ি চালক শাহানুর। এখনও জেলে সন্দেশখালির শেখ শাহজাহান, সাক্ষীর গাড়িতে 'হামলা'! মাঝেমধ্যেই ভয় দেখাত শেখ শাহজাহানের লোকজন', হামলার নেপথ্যে সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েতের সভাপতি, সহ সভাপতি। হুমকি দিতেন সভাপতি সবিতা রায়, সহ সভাপতি মোসলেম শেখ', দুর্ঘটনা নয়, চক্রান্ত করে খুনের অভিযোগ ভোলানাথ ঘোষের পরিবারের। 

Continues below advertisement

চক্রান্তের অভিযোগ মানতে নারাজ তৃণমূলের সবিতা রায়, মোসলেম শেখ। 'ভোলানাথের সঙ্গে আমার ভাল সম্পর্ক, কেন বলছে জানি না', ট্রাক চালক বলে যার নাম বলা হচ্ছে তাকে চিনি বলেও দাবি মোসলেম শেখের। ভিত্তিহীন অভিযোগ, পুরোটাই তদন্ত হোক, দাবি সবিতা রায়েরও। 

নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা, সন্দেহ ভোলানাথ ঘোষের ছেলের। ভোলানাথ ঘোষের বুকে আঘাত, মুকুন্দপুর মণিপাল হাসপাতালে ভর্তি। 'যেখানে দুর্ঘটনা, সেখানে কোনও সিসি ক্যামেরার নজরদারি নেই', ফাঁকা জায়গা দেখেই হামলা হতে পারে, সন্দেহ গাড়ি চালকের পরিবারের। 'বাড়ি থেকে বেরোনোর পর থেকেই গাড়িকে অনুসরণ করা হচ্ছিল', বসিরহাট কোর্ট যাওয়ার সময় গাড়িতে ট্রাকের ধাক্কা, দাবি পরিবারের। নেপথ্যে CBI-মামলায় পলাতক আবদুল আলি মোল্লা, সন্দেহ পরিবারের। 'দুর্ঘটনার পরেই ট্রাকের চালক পলাতক, ধরা পড়লেই সব জানা যাবে', শেখ শাহজাহান-মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনায় দাবি চালকের পরিবারের।                             

'চক্রান্ত করে খুন করেছে শেখ শাহজাহানের অনুগামীরা', বিস্ফোরক দাবি ভোলানাথ ঘোষের বড় ছেলের। 'মাঝেমধ্যেই ভয় দেখাত শেখ শাহজাহান। হুমকি দিতেন ন্যাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি। সভাপতি সবিতা রায় ও সহ সভাপতি মোসলেম শেখ হুমকি দিতেন', অভিযোগ ভোলানাথ ঘোষের বড় ছেলে বিশ্বজিৎ ঘোষের।