জ্যোতিষ শাস্ত্র অনুসারে,গ্রহের গতিবিধি সমস্ত রাশিকে প্রভাবিত করে। এছাড়া গ্রহের গতিবিধিও দেশ ও বিশ্বকেও প্রভাবিত করে। শনিদেব বর্তমানে বিপরীতমুখী অবস্থায় আছেন এবং শীঘ্রই প্রত্যক্ষ গতিতে ফিরে আসবেন। যে কোনো গ্রহ যখন কোনো রাশিতে গতি পরিবর্তন করে হয়, তার প্রভাব সবকিছুর ওপরই পড়ে। শনি কোনও রাশিতে হয়, বিপরীতমুখী অথবা প্রত্যক্ষ অবস্থায় থাকে। এর সরাসরি প্রভাব পড়ে ১২ রাশির উপরই।
সূর্য থেকে কেতু পর্যন্ত, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পর তাদের রাশি পরিবর্তন করে। গ্রহরাজ শনি,ন্যায়ের বিচারক এবং কর্মফলের দাতা। তিনি মকর এবং কুম্ভ রাশির অধিপতি। নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর গ্রহ বলা হয় শনিকেই। তবে শনির তীর্যক দৃষ্টি থেকে রক্ষা পাওয়ার উপায়ই হচ্ছে সৎ জীবনযাপন করা।
শনির গতিবিধি বা দৃষ্টি মানুষের জীবনে ভালো বা মন্দ প্রভাব ফেলে। শনি ২৯ জুন কুম্ভ রাশিতে বিপরীতমুখী হয়েছিলেন। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত একই রাশিতে বিপরীতগতিতে থাকবেন শনি। এরপর সরাসরি ঘোরা শুরু হবে। শনি প্রত্যক্ষ হওয়ার পর শনি সরে যাবেন মীন রাশিতে ।
১৫ নভেম্বর, শনিদেব সন্ধ্যা ৭:১৫ মিনিটে সরাসরি তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে থাকবেন। এই দিনটিতেই পালিত হবে কার্তিক পূর্ণিমা বা দেব দীপাবলি হিসেবে।
সাধারণত শনি গ্রহের বিপরীতমুখী দশাকে অশুভ এবং প্রত্যক্ষ দশাকে শুভ বলে মনে করা হয়। কিন্তু এটা সব রাশির জন্য সমান নয়। শনি প্রত্যক্ষ হওয়ায় অনেক রাশির উপরও নেতিবাচক প্রভাবও পড়তে পারে। অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তাঁরা । আসুন জেনে নেওয়া যাক শনি প্রত্যক্ষ হয়ে কোন কোন রাশির জাতকদের জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে।
কোন রাশির জন্য শনির সরাসরি অবস্থান অশুভ
কর্কট রাশি (Sani Margi 2024): এই রাশি থেকে শনি অষ্টম ঘরে সরাসরি থাকার কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেবে।
সিংহ রাশি: শনিদেব সরাসরি সিংহ রাশি থেকে সপ্তম ঘরে থাকবেন এবং সঙ্গীর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। আর্থিক সমস্যাও হতে পারে।
কন্যা রাশি (Shani Margi 2024): শনির সরাসরি গতি কন্যা রাশির জাতকদের আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ব্যয় বা ক্ষতির পরিস্থিতি তৈরি হবে।
মীন রাশি : এই রাশিতে শনির সাড়ে সাতির প্রভাব রয়েছে। এখন প্রত্যক্ষ গতির ফলে অপ্রত্যাশিত অর্থ ব্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।