কলকাতা: চিকিৎসক সংগঠনের ভোটে আর নেই বলেও ফের প্রার্থী হওয়ার পথে শান্তনু সেন (Shantanu Sen)। IMA-র রাজ্য শাখার সম্পাদক পদে তৃণমূল নেতা-চিকিৎসক মনোনয়ন পেশ করলেন। যদিও এর আগে ২২ সেপ্টেম্বর IMA-র রাজ্য শাখার বৈঠকে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সম্পাদক পদে মনোনয়ন পেশ: আর জি কর-কাণ্ডে তোলপাড়ের মধ্যেই IMA-র বেঙ্গলের ভোট। ফের চিকিৎসক সংগঠনের ভোটের লড়াইয়ে শান্তনু সেন। এক দশকেরও বেশি সময় IMA-র রাজ্য শাখার সম্পাদক তিনি। এর আগে তিনি বলেছিলেন, 'রাজনীতির সঙ্গে যুক্তদের চিকিৎসক সংগঠনে থাকা উচিত নয়।' একমাস পর সিদ্ধান্ত বদল তৃণমূল নেতার। সংগঠনের ভোটে লড়াই নিয়ে শান্তনু সেনের দাবি, অনেক চিকিৎসক, শুভানুধ্যায়ী ফোন করে অনুরোধ করেছিলেন তাই সিদ্ধান্ত বদল।
শান্তনু সেন IMA-র ৫ বারের রাজ্য সম্পাদক। সংশ্লিষ্ট পদে ১০ বছর ধরে রয়েছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল এবারও কি তিনি মনোনয়ন দেবেন? ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েও ফের প্রার্থী হওয়ার পথে শান্তনু সেন। যদিও আগে তার ভোটে না লড়ার সিদ্ধান্তের পর IMA রাজ্য শাখার অনেক সদস্যই এর আপত্তি করেন। কেউ কেউ আবার না দাঁড়াতে অনুরোধও করেন বলে খবর পাওয়া যায়। এই প্রেক্ষাপটেই, গত ২২ সেপ্টেম্বর শান্তনু সেন জানিয়েছিলেন আর লড়বেন না তিনি। এপ্রসঙ্গে শান্তনু সেন বলেছিলেন, "আমার নামও অনেকে সেক্রেটারি হিসেবে চেয়েছিলেন। আমার কোথাও মনে হয়েছে আমি অনেকদিন এটা করেছি। আইএমএ অরাজনৈতিক হিসেবে কাজ করুক, সেজন্য আমার না থাকাটাই ভাল। চিকিৎসকদের স্বার্থে আমি সবসময় থাকব। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত।'' যদিও একমাসের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন চিকিৎসক তথা তৃণমূল নেতা।
সেপ্টেম্বর মাসে শান্তনু সেন দাবি করেছিলেন, ইন্ডিয়ান মেডিক্য়াল কাউন্সিলের মতো অরাজনৈতিক সংগঠনে, রাজনৈতিক সত্তা নিয়ে, না থাকাই উচিত। কিন্তু, IMA-র রাজ্য় শাখার প্রার্থী তালিকা প্রকাশ হতেই, দেখা যায় - তাতে নাম রয়েছে শান্তনু সেনের। শুক্রবার শেষদিনে, মনোনয়ন জমা দেন তিনি। কিনতু, হঠাৎ সিদ্ধান্ত বদল কেন? তাঁর কথায়, "আমি বলেছিলাম যে আর ভোটে দাঁড়াব না আইএমএ-র। কিন্তু তাদের সর্বভারতীয় নেতৃত্ব ও চিকিৎসক অনুরোধ করায় ফেলতে পারিনি। তাই শেষ লগ্নে মনোনয়ন দিয়েছি শুক্রবার বিকেলে। ৫ নভেম্বর থেকে ব্যালট পাঠানো শুরু হবে চিকিৎসকদের বাড়িতে। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভোটদান প্রক্রিয়া।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Calcutta High Court: কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রতর মামলা গ্রহণ, তদন্তে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট