নয়াদিল্লি: দুই জনে একইসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছেন বেশ কয়েকদিন। বেশ ভাল বন্ধুও দুইজনে। তবে সেই গ্লেন ম্যাক্সওয়েলকেই (Glenn Maxwell) নাকি সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)! অস্ট্রেলিয়ান তারকা নিজেই এই বিষয়টি জানান। 


ম্যাক্সওয়েল জানান আরসিবিতে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে ফলো করতে যাওয়ার সময়ই তিনি বুঝতে পারেন যে কোহলি তাঁকে ব্লক করে রেখেছেন। ম্যাক্সওয়েল বলেন, 'আমি যখন আরসিবিতে যোগ দিই, তখন বিরাটই আমায় সর্বপ্রথম মেসেজ করে স্বাগত জানায়। আমি যখন আইপিএলের আগে দলের ক্যাম্পে গিয়েছিলাম, তখন আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং একসঙ্গে অনুশীলনও সারি। তারপরেই ওকে সোশ্যাল মিডিয়ায় ফলো করার জন্য খুঁজছিলাম। কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। ওতো সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাও খুঁজে পাচ্ছি না! বিষয়টা আমি বুঝতেই পারছিলাম না। তখন আমায় একজন বলে যে হয়তো বিরাট আমায় ব্লক করেছে। সে কারণেই আমি খুঁজে পাচ্ছি না। কিন্তু আমরা তো বিশ্বাসই হচ্ছিল না।'


কোহলিকে এই বিষয়ে প্রশ্ন করলে, ম্যাক্সওয়েল জানান কোহলি তাঁকে ব্লক করেন এবং তার কারণ ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ়ে ঘটে যাওয়া ঘটনা। অস্ট্রেলিয়ার ভারত সফরে কোহলি কাঁধে চোট পাওয়ার পর তাঁকে ম্যাক্সওয়েল ভেঙিয়েছিলেন। সেই সিরিজ়েই ঈশান্ত শর্মার স্টিভ স্মিথকে ভাঙানোর সেই ভাইরাল কাণ্ডটি ঘটে। সেই টেস্ট সিরিজ়েই রাঁচিতে প্রথম দিনের খেলায় কোহলি কাঁধে চোট পাওয়ার পর ম্যাক্সওয়েল কাঁধে হাত দিয়ে আহত হওয়ার ভান করেন। সেই কাণ্ডের জেরেই ম্যাক্সওয়েলকে তিনি ব্লক করেছিলেন বলে জানান কোহলি। 


'আমি এরপর ওকে গিয়ে সরাসরি প্রশ্ন করি, যে তুমি কি আমায় ব্লক করেছো? ও তখন জানায় যে হ্য়াঁ, সম্ভবত ওকে আমি যখন ঙেঙিয়েছিলাম ওই টেস্টে, তখন রেগে গিয়ে আমায় ব্লক করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তখন বলি হ্যাঁ ঠিক আছে। তারপর ও আমায় আনব্লক করে এবং আমরা পরে বেশ ভাল বন্ধুও হয়ে যাই।' বলেন অজ়ি তারকা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ব্যালন ডি'অর উঠল রদ্রির হাতে, সেরা তরুণ ফুটবলার ইয়ামাল, নাগাড়ে দ্বিতীয়বার বর্ষসেরা বোনমাতি