ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: শান্তিনিকেতনে পৌষ মেলায় (Poush Mela 2024) স্টল বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ উঠল। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, অনলাইনে স্টল বুক করা সত্ত্বেও সেই স্টল অন্য় কাউকে দিয়ে দেওয়া হয়েছে। দোকান তুলে দেওয়ার হুমকি দিচ্ছেন মকু বাগদী নামে এক ব্যক্তি। শুধু তাই নয়, স্টলের ভাড়াও বাড়ানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত মকু বাগদী বিশ্বভারতীর অস্থায়ী কর্মী। অথচ তাঁকে চেনেন না বলে দাবি করেছেন পৌষ মেলায় স্টল বণ্টনের দায়িত্বে থাকা বিশ্বভারতীর আরেক কর্মী।
জায়গা না পাওয়া ব্যবসায়ীদের অভিযোগ, “অনলাইনের মাধ্যমেই আমরা জায়গা বুক করেছিলাম। বৈধ কাগজ আমাদের কাছে রয়েছে। এখানে এসে দেখছি, সেই জায়গা অন্য জনকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা কোথায় যাব? এমনকি মেলা কমিটির এক সদস্য মকু, সে হুমকি দিচ্ছে চলে যাওয়ার জন্য। কাগজ ছিঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে।'' অভিযুক্ত মকু বাগদী বিশ্বভারতীর অস্থায়ী কর্মী। অথচ তাঁকে চেনেন না বলে দাবি করেছেন পৌষ মেলায় স্টল বণ্টনের দায়িত্বে থাকা বিশ্বভারতীর আরেক কর্মী। কী কারণে মকুর এত দাপট? ক্যামেরা দেখেই ছুটে পালান বিশ্বভারতীর ওই অস্থায়ী কর্মী। স্টল বণ্টনের দায়িত্বে থাকা মেলা কমিটির ভ্রমর ভাণ্ডারি বলেন, "মকুকে আমরা জানি না। আর যাঁরা অনলাইনে স্টল বুকিং করেছিলেন কিন্তু জায়গা পাননি তাঁদের টাকা ফেরত দেওয়া হবে। ''
২৩ তারিখ থেকে শুরু হয়েছে মেলা। ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে পৌষমেলা। মেলা তোলার জন্য আরও দু'দিন সময় দেওয়া হয়েছে। তবে এবছর পরিবেশ বান্ধব মেলা হওয়ায় আতশবাজি প্রদর্শনী থাকছে না। পরিবেশ দূষণের কথা মাথায় রেখে। বিশ্বভারতীর সঙ্গে পৌষমেলার যুগ্ম আয়োজক শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার বলেন, “পৌষমেলা এবার পুরনো আঙ্গিকেই হচ্ছে। তবে স্টল নিয়ে যা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Illegal Water Plant: বিনা অনুমতিতে ভূগর্ভস্থ জল তুলে বিক্রি, বেআইনি পানীয় জলের কারবার শিয়ালদায়