মুম্বই: বড়দিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। মায়ানগরীর তারকারাও মেতেছেন উদযাপনে। তবে তাবড় তারকাকে ছাপিয়ে এবার বড়দিনে সকলের মন জিতলেন রণবীর কপূর এবং আলিয়া ভট্টের মেয়ে রাহা কপূর। এক বছর আগে এই বড়দিনেই পাপারাৎজিদের ক্যামেরার সামনে 'ডেবিউ' হয়ে রাহার। এবার নিজেই পাপারাৎজিদের অভিবাদন জানাল তারকা-কন্যা। (Raha Kapoor)
প্রতিবছর বড়দিনে একত্রিত হন কপূর পরিবারের সকলে। এবারও তার অন্যথা হল না। রাহাকে নিয়ে একসঙ্গেই 'ক্রিসমাস লাঞ্চে' হাজির হন রণবীর-আলিয়া। তবে বরাবরের মতো এবারও বাবার কোলেই দেখা যায় রাহাকে। বাবাকে আঁকড়ে ধরেই সকলকে বড়দিনের শুভেচ্ছা জানায় রাহা। (Christmas Lunch of Kapoors)
পারিবারিক 'ক্রিসমাস লাঞ্চে' এদিন নীল-সাদা ডোরাকাটা শার্ট এবং সাদা প্যান্টে হাজির হন রণবীর। আলিয়ার পরনে ছিল লাল নুডল স্ট্র্যাপ ড্রেস। ছোট্ট রাহা পরেছিল সাদা ও বেবিপিঙ্ক ফ্রক। গাড়ি থেকে নামার পর সারাক্ষণই রণবীরকে আঁকড়ে ছিল মেয়ে। এমনকি বাড়ির ভিতর ঢোকার আগে পর্যন্তও বাবার কোল ছাড়েনি।
এক বছর আগে এই বড়দিনেই রাহার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন রণবীর এবং আলিয়া। মাঝে একটি বছর কেটে গিয়েছে। তাই এবার আর শুধু অবাক চোখে তাকিয়ে থাকেনি রাহা। বরং পাপারাৎজিদের সামনে স্বাভাবিকই দেখায় তাকে। গাড়ি থেকে নেমে সকলকে 'মেরি ক্রিসমাস' বলে শুভেচ্ছা জানানোর পাশাপাশি, চলে যাওয়ার সময় বাবার কাঁধের উপর থেকে 'ফ্লাইং কিস'ও ছুড়ে দেয় একরত্তি। রাহার সেই মিষ্টি ভাবভঙ্গি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কপূরদের 'ক্রিসমাস লাঞ্চ' সম্পর্কে মায়ানগরীর সকলে তো বটেই, তাঁদের অনুরাগীরাও অবহিত। প্রতি বছর এই দিনে পরিবারের সকলে একত্রিত হন। মধ্যাহ্নভোজ সারেন একসঙ্গে। আজ বলে নয়, বরাবরই এই দিনে পরিবারের সকলে একছাদের নীচে হাজির হন। এদিনও তার অন্যথা হয়নি। শ্বেতা বচ্চনের ছেলেও জন্মসূত্রে কপূর পরিবারের সদস্য। তিনিও এদিন পৌঁছন 'ক্রিসমাস লাঞ্চে'। কপূর পরিবারের বাকি সদস্যরাও হাজির হন।
কপূরদের এই 'ক্রিসমাস লাঞ্চ' বরাবরই চর্চায় থাকে। কয়েক বছর আগে তদানীন্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে নিয়ে হাজির হন রণবীর। এমনকি দীপিকা পাড়ুকোনের সঙ্গে যখন রণবীরের সম্পর্ক ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, কপূরদের বাড়িতে ডাক পড়ে নায়িকার। শাম্মি কপূর নিজে না কি সেই সময় মধ্যস্থতা করতে চেয়েছিলেন। দীপিকাকে পছন্দ করতেন তিনি। দীপিকার সঙ্গে কফি ডেটেও যান শাম্মি। প্রতি বছরই কপূরদের 'ক্রিসমাস লাঞ্চে'র দিকে নজর থাকে পাপারাৎজিদের।