সুনীত হালদার, হাওড়া: বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হল 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক' ( Shasthi Narayan Eco Park)। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। এই শীতে শহরের বুকে ঘুরে দেখার অন্যতম আকর্ষণীয় স্থান হতে চলেছে এই পার্ক।
শীতে ঘুরতে যাওয়ার জন্য আকর্ষণীয় জায়গা 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক'
শীত পড়তেই বাঙালির মন এদিক ওদিক বেড়াতে যেতে চায়। আবার কেউ কেউ দলবেঁধে চড়ুইভাতি করতে বেরিয়ে পড়েন নানা চেনা অচেনা জায়গায়। শহরের মধ্যে কেউ যদি গোটা দিন একটু অন্যভাবে পরিবারের শিশুদের সঙ্গে কাটাতে চান। তবে এই পার্ক হতে পারে অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এমনটাই মনে করছে হাওড়া পুরসভা।
আজ থেকে চালু হল 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক'
হাওড়ার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোড এলাকায় আজ থেকে চালু হল এই ইকো পার্ক। যেখানে শীতের মিঠে রোদ গায়ে মেখে একদিনের ছুটিতে অনায়াসেই পরিবারের শিশুদের সঙ্গে কাটিয়ে দেওয়া যেতে পারে। আগে এই জায়গাটি কেএমডিএর অধীনে থাকলেও বর্তমানে এই ইকো পার্কের নির্মাণ এবং দেখভালের দায়িত্ব হাওড়া পুরসভার।
কী দাম টিকিটের ? 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক'-এ কী পরিষেবা ?
এই ইকো পার্কটি পান্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্টিপদ চট্টোপাধ্যায় এবং 'বাঁটুল দি গ্রেট', 'হাঁদাভোদার' স্রষ্টা নারায়ণ দেবনাথের নামে করা হয়েছে। গোটা পার্ক জুড়ে নারায়ণ দেবনাথের কমিক্সের চরিত্রগুলি ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। পার্কের ভিতরে শিশুদের খেলার জন্য নানা ধরনের জয় রাইডসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বোটিং এর সুবিধা থাকবে। পার্কে মাথাপিছু প্রবেশ মূল্য মাত্র পাঁচ টাকা। গোটা বছরের জন্য ২০০ টাকায় সদস্য পদ পাওয়া যেতে পারে।
আরও পড়ুন, বিদায় বর্ধমান, বেঙ্গল সাফারী পার্কে স্বমহিমায় চিতাশাবক 'কৃষ্ণা'
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়
পুরসভা সূত্রে খবর, পার্কের মেইনটেনেন্স এর কাজের জন্যই এই টাকা নেওয়া হবে। এই ইকো পার্ক হাওড়াবাসীর কাছে একদিনের চড়ুইভাতির জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠতে চলেছে এমনটাই জানিয়েছে পুরসভা। সোমবার এই পার্কের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়, রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা।