সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার জগদ্দলে ফের শ্যুটআউট। ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানোর অভিযোগ। বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

  


ভাটপাড়া, কামারহাটির পর আবার জগদ্দল! উত্তর ২৪ পরগনায় ফের শ্য়ুটআউট! এবার তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর বাড়ি লক্ষ্য় করে ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, সোমবার ভোরে তৃণমূল ছাত্র পরিষদ কর্মী তোষ গরগরির বাড়িতে হানা দেয় এক দুষ্কৃতী। সেই সময় বাড়িতে ছিলেন না ওই টিএমসিপি কর্মী। চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসেন তাঁর বাবা ও মা। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।

স্থানীয় এক বিজেপি কর্মীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করেছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদ কর্মী,তোষ গরগরি বলছেন, ২০২০ সালে ২৮ অগাস্ট আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম আমাদের যে ভার্চুয়াল তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস হয় তাতে আমি ছেলে দিয়েছিলাম প্রচুর। রোহন সরকার নামে একজন বিজেপি করত। তখন আমাকে ধমকেছিল। তখন আমার বাড়িতে একটা গুলি চালিয়েছিল। আমি একটা এফআইআর করি। তারপরে রাস্তায় আমাকে একবার ধমকেছিল। রেল কলোণীর ভিতরেও আমাকে ধমক দিয়েছিল। ৮ তারিখ রাত্রিবেলায় আমাকে আবার ধরেছিল। ধমক দিয়েছিল।

 শ্য়ামনগরের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি রনবীর ঘোষের কথায়, 'আমাদের সংগঠন ভালো। আমরা সব সময় লোকেদের পাশে থাকি। বুঝতে পারছেন কোথায় যোগ সূত্র। প্রশাসন আমাদের পাশে আছেন। নেতৃত্ব যদি বলে আমাদের দু মিনিট লাগবে এই সমস্ত ছেলেদের ঠান্ডা করতে। আমরা বদলা নয়। বদল চাই।

অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির রাজ্য় কমিটির সদস্য় সন্দীপ বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, বিস্তীর্ণ ব্য়ারাকপুর শিল্পাঞ্চল জুড়ে মরছে তৃণমূল মারছে তৃণমূল। তৃণমূলের যে তোলাবাজির টাকা কাটমানির টাকা কে কত বখরা পাবে সে নিয়ে বিস্তীর্ণ গন্ডগোল আজকে লোক চকষুতে রয়েছে। জগদ্দলের বিধায়ক ও ব্য়ারাকপুরের সাংসদের দুটো উপধারা। বিজেপি এই ধরনের কাজ কর্ম করে না। যদি করে তাহলে প্রশাসন কী করছে। বিজেপির নামে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ। গত বছরের ২২ নভেম্বর জগদ্দলে খুন হন তৃণমূলকর্মী ভিকি যাদব। ভিকি যাদব খুনের রেশ কাটার আগেই গত বছরের ৪ ডিসেম্বর কামারহাটির ষষ্ঠীতলায় তৃণমূল কর্মীকে গুলি চলে। হাতে ও পায়ে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। গত বছরের ১৯ সেপ্টেম্বর ভাটপাড়ায় পার্টি অফিসের মধ্যে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চলে। এবার ফের জগদ্দলে চলল গুলি।