কলকাতা: শ্যামবাজারে AV স্কুলের কাছে পুলিশ কিয়স্কের পাশে এক ব্য়ক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে খবর, মৃতের মাথার পিছনে ক্ষতচিহ্ন রয়েছে। স্থানীয়দের দাবি, বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি এলাকায় রাঁধুনির কাজ করতেন। আজ সকালে শ্যামবাজার স্ট্রিটে । AV স্কুলের উল্টোদিকে ট্রাফিক পুলিশের কিয়স্কের পাশে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খুন নাকি অন্য কোনওভাবে মৃত্যু, খতিয়ে দেখছে শ্যামপুকুর থানার পুলিশ। এর আগে গত চারদিনে চিৎপুর, ময়দান, চিংড়িঘাটা এবং কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় চার-চারটি খুনের ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই প্রকাশ্যে কুপিয়ে খুন করে হামলাকারীরা।
উল্লেখ্য, এদিন কালিন্দিতেও একটি দেহ উদ্ধার হয় ফ্ল্যাট ছেতে। পুলিশ সূত্র মারফত খবর গতকাল রাত ১.১৫ নাগাদ কালিন্দি হাউসিং স্টেটের 2/3 ফ্ল্যাটের ঘর থেকে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেয় দমকল এবং লেকটাউন থানায় দমকল কর্মী এবং স্থানীয়দের চেষ্টায় ঘরের মধ্যে থাকা মা সোনালী বিশ্বাস (৬৫) ছেলে অরিন্দম বিশ্বাস (৪৫) উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসাররা অরিন্দম বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন
গতকালও একাধিক খুনের ঘটনা প্রকাশ্যে এসেছে। চিৎপুর, ময়দান, চিংড়িঘাটাণর পর কাল কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকায় এক ব্য়ক্তিকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হ। এদিন ভোর ৫টা নাগাদ তারদা কাপাশিট গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায় মৃতের নাম ভোলা শেখ। পুলিশ সূত্রে খবর, চা খেতে বেরিয়েছিলেন ৬৬ বছরের ওই ব্যক্তি। বাড়ির সামনেই তাঁর ওপর হামলা চালায় ভাগ্নি-জামাই জাকির। তদন্তে পুলিশ জেনেছে, শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে ভাগ্নিকে নিজের বাড়িতে এনে রেখেছিলেন ভোলা। সেই আক্রোশেই মামা শ্বশুরকে কুপিয়ে খুন করে ভাগ্নি-জামাই। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা ভোলা শেখকে পুলিশই এনআরএস হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কলকাতার পাশাপাশি কোচবিহারেও একই ঘটনা, কোন পাড়ার জগদ্ধাত্রী প্রতিমা আগে বিসর্জন হবে? এ নিয়ে দুই পাড়ার বিবাদকে কেন্দ্র করে কোচবিহারের তুফানগঞ্জে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে গতকালই। মৃতের নাম অনুপ ডাকুয়া। সংঘর্ষে আহত হন দু’পক্ষের আরও ৪ জন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে বক্সীরহাট থানার পুলিশ। ২৬ নভেম্বর রাত ১১টা নাগাদ তুফানগঞ্জের মেসকোকা গ্রামে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। বছর ৩৫-এর অনুপ ডাকুয়াকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। থমথমে এলাকা, বাজার-হাট বন্ধ রয়েছে।