কলকাতা: হাই কোর্টের (Calcutta High Court) সুপারিশের পরেই অপসারিত এসএসসির (School Service Commission/SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকার (Shubhankar Sarkar)। তাঁর জায়গায় এসএসসি-র নতুন চেয়ারম্যান হচ্ছেন সিদ্ধার্থ মজুমদার(Siddhartha Majumdar)। বুধবার এসএসসি-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সিদ্ধার্থ সিটি কলেজের অধ্যাপক। প্রথম বার ব্রাত্য বসু (Bratya Basu) যখন শিক্ষা দফতরের দায়িত্ব পান, সেই সময় কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। 


হাই কোর্টের সুপারিশের পর মঙ্গলবার রাজ্য শিক্ষা দফতরের তরফে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়। সেখানেই ঠিক হয়, শুভশঙ্করের জায়গায় সিদ্ধার্থকে দায়িত্বে আনা হবে বলে। তার পর সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য শিক্ষা দফতর। 


সোমবার স্কুল সার্ভিস কমিশনের (SSC) চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের সুপারিশ করে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷   চেয়ারম্যান পদে(SSC Chairman) তাঁর যোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। রাজ্য শিক্ষা দফতরকে চেয়ারম্যান অপসারণের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়।


আরও পড়ুন: 'পুরভোটের প্রচারে তারস্বরে বাজানো যাবে না মাইক', নির্দেশিকা রাজ্য নির্বাচন কমিশনের


গতকাল আদালত জানায়, ভুলের মাশুল হিসেবেই শুভঙ্করের অপসারণের সুপারিশ করছে তারা। এসএলএসটি-র নবম এবং দশম শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের মামলাতেই এমন নির্দেশ দেয় আদালত। শুভশঙ্করকে ২০ হাজার টাকা জরিমানাও করে হাই কোর্ট।


এর পাশাপাশি, মামলাকারী চাকরিপ্রার্থীকে কাউন্সিলিংয়ের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷ এসএসএসি চেয়ারম্যানের এই ধরনের ভুলের সম্পর্কে রাজ্যের মুখ্যসচিবকে অবগত করার জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও নির্দেশ দেওয়া হয়।


সিটি কলেজেরই প্রাক্তন অধ্যপক শুভশঙ্কর। তিনি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঘনিষ্ঠ মহলে শুভশঙ্কর জানিয়েছেন, তাঁর উপর সব দায় চাপানো হচ্ছে। অথচ এতে তাঁর কোনও দোষই নেই। পূর্বসূরির হাতেই যা হওয়ার হয়েছে। তাঁকে অন্য কোনও দায়িত্বে আনা হতে পারে বলে সূত্রের খবর।