কলকাতা: সিকিমে (Sikkim) ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জন্য ফুলেফেঁপে উঠেছে তিস্তা। দু-কূল ছাপিয়ে বয়েছে। প্রবল জলের তোড়ে ধুয়ে মুছে গিয়েছ বহু বাড়ি, রাস্তা, সেতু। জলের তোড়ে ভেসেছে সেনা শিবিরও। আর তারই সঙ্গে তিস্তায় বয়ে গিয়েছে সেনা সরঞ্জাম। এবার সেই সরঞ্জামের কথা বলেই তিস্তার নিম্ন অববাহিকা অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করল সেনা। 


পিআরও ডিফেন্স গুয়াহাটি (PRO Defence Guwahati)-এর তরফে বলা হয়েছে। বন্যার কারণে সামরিক সরঞ্জাম তিস্তায় (Teesta) ভেসে গিয়েছে, তার মধ্যে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকও রয়েছে। সেনার তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদীতে বা নদীর পাশে কোনওরকম অচেনা জিনিস দেখলে, কোনওরকম প্যাকেজ বা আগ্নেয়াস্ত্র দেখলে তা হাত দিতে বারণ করা হয়েছে। সঙ্গে সঙ্গে জানাতে বলা হয়েছে স্থানীয় থানায়। ভেসে যাওয়া জিনিসপত্র উদ্ধারের জন্য একাধিক তল্লাশি দল পাঠানো হয়েছে সেনার (Indian Army) তরফে।


জলপাইগুড়ি পুলিশের (Jalpaiguri Police) তরফেও একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেনার বক্তব্য সেখানে তুলে ধরে জানানো হয়েছে- কোনওরকম সরঞ্জাম পড়ে থাকলেও তাতে কোনওভাবেই হাত দেওয়া যাবে না। কারণ তাতে বিস্ফোরক থাকলে তা মারাত্মক বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছে পুলিশ।


প্রয়োজনে জলপাইগুড়ির কোতোয়ালি থানা, মালবাজার থানা, ময়নাগুড়ি থানা, ক্রান্তি থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ কন্ট্রোল রুমের নম্বর দিয়েও যোগাযোগ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।


 






বৃহস্পতিবার রাতেই দুর্ঘটনা ঘটেছিল জলপাইগুড়ির ক্রান্তিতে। সিকিমের বন্যায় তিস্তায় বহু কাঠ ভেসে আসছে। বৃহস্পতিবার সন্ধে-রাতে সেগুলি নিতেই নদীর পাড়ে জড়ো হচ্ছিলেন বহু মানুষ। যদিও প্রশাসনের তরফে বারবার মাইকে প্রচার করা হচ্ছিল যাতে নদী থেকে কোনও কিছু না নেওয়া হয়। তার মাঝেই নদীতে ভেসে আসা একটি বাক্স সংগ্রহ করে বাড়ি ফিরছিল একটি পরিবার। মাঝপথেই তাতে বিস্ফোরণ ঘটে। মারা যায় ১ বালক, গুরুতর জখম হয়েছেন অন্তত ৫ জন। ওই জিনিসটি সেনার জিনিস হতে পারে বলেই অনেকের মত। তারই মধ্যেই ভারতীয় সেনা এবং জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে এমন বিজ্ঞপ্তি দেওয়া হল।


আরও পড়ুন: ভেসে আসা বস্তা খুলতেই বিস্ফোরণ, জলপাইগুড়ির ক্রান্তিতে মৃত ১