কলকাতা: একসময় তাঁর নাম জড়িয়ে গিয়েছিল সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর মৃত্যুরহস্যের সঙ্গে। অভিনেতার মৃত্যুর কারণ এখনও রহস্যে মোড়া সবার কাছে। তবে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)-র বিরুদ্ধে রুজু হয়েছিল মামলা। শুধু তাই নয়, রিয়াকে বেশ কয়েকমাস সংশোধনগারেও থাকতে হয়েছিল মাদক রাখার অভিযোগে। তবে সেইসময়, অভিনেত্রীর বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছিল, যা কার্যত ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণ করা হয়েছিল তাঁকে। এবার একটি 'টক শো'-তে এসে পুরনো সময় নিয়ে, কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রিয়া। 

Continues below advertisement

একটি 'টক শো'-তে এসে সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুললেন রিয়া। ৩১ বছরের এই অভিনেত্রী বলেন.. 'একসময় আমায় ডাইনি বলা হয়েছিল। আমার এই নামটা বেশ ভালোই লাগে। একটু যদি পিছন ফিরে দেখি, ভাবুন তো ডাইনি কাদের বলা হত? যে সমস্ত মহিলারা কারোও কাছে নতিস্বীকার করত না। নিজেদের শর্তে জীবনকে বাঁচতে ভালবাসে। হয়তো আমি তেমনই একটা মানুষ। আমি হয়তো ডাইনি। আমি হয়তো জানি কী করে কালো যাদু করতে হয়।'

৩৪ বছরের সুশান্ত, তাঁর বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়। তবে তাঁর মৃত্যুরহস্যের সমাধান হয়নি এখনও। তবে সেইসময় অনেকেই সোশ্যাল মিডিয়ায় সুশান্তের প্রেমিকা রিয়াকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেছিলেন। অনেকেই বলছিলেন, রিয়া কালো যাদু করে সুশান্ত এমনকি তাঁর পরিবারের মানুষদেরও বশ করেছেন। সেই কারণেই সুশান্ত আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। 

Continues below advertisement

পরবর্তীতে মাদক রাখার জন্য রিয়া ও তাঁর ভাইকে জেলেও যেতে হয়েছে। এরপরে ধীরে ধীরে নিজের জীবনের ছন্দে ফিরে এসেছেন রিয়া, শুরু করেছেন কাজও। এরপরে, বিভিন্ন সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অন্ধকার অতীত নিয়ে কথা বলেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর সঙ্গে তাঁর কোনও যোগ আইনত প্রমাণ করা যায়নি। এমনকি সুশান্তের মৃত্যুর সময়ও তাঁর ফ্ল্যাটে ছিলেন না রিয়া। তবে সেই অতীত ভুলে এখন নিজের জীবনে এগিয়ে যেতে চান রিয়া। আগের চেয়ে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি। তবে শিক্ষা নিয়েছেন নিজের অতীত থেকে। সেই কথাই এই টক শো-তে তুলে ধরলেন অভিনেত্রী। 

আরও পড়ুন: Mission Raniganj Box Office: কেমন হতে চলেছে 'মিশন রানিগঞ্জ'-এর প্রথমদিনের বক্সঅফিস কালেকশান?