সনৎ ঝা, দার্জিলিং: দক্ষিণ সিকিমে ধস (Sikkim Landslide)। ইয়াঙগাঙে মৃত্যু হয়েছে ২ জনের। একজন নিখোঁজ। গত কয়েকদিন ধরেই পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে (Heavy Rain)। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রাম। ধসে জেরে তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি। ভোগান্তির মুখে পড়েছেন পর্যটকরাও।


প্রবল বর্ষণে সিকিমে ধস, একাধিক মৃত্যু,  তলিয়ে গিয়েছে একের পর এক বাড়ি


দক্ষিণঙ্গে কাঠফাঁটা গরমের মাঝে গত কিছুদিন ধরেই প্রবল বর্ষণ শুরু হয়েছে উত্তরবঙ্গে। এদিকে একটানা বৃষ্টির কারণে ধস নামে দক্ষিণ সিকিমে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিমের মাজুয়া গ্রাম। গতকাল রাতে ধস নামে। ৮টি বাড়ি খাদে তলিয়ে গিয়েছে। আবহাওয়া খারাপ থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তবে প্রশাসনের তরফে সবদিক থেকে নজর রাখা হচ্ছ। 


উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা


অপরদিকে, এদিন ফের উত্তরবঙ্গে ফের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বাকি ৫ জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের ছবিটা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


অতীতে পাহাড়ে একাধিকবার ধস


বাইশ সালে ধস নেমেছিল দার্জিলিঙে। সেসময় বন্ধ হয়ে গিয়েছিল নিউ জলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন পরিষেবা। ধসের ফলে বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় সড়কের একাংশও। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


বিস্তারিত আসছে..